পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Clash: তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে ফের উত্তপ্ত দিনহাটা; গুলি ও তিরবিদ্ধ 3 - তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের খবর

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে (TMC Clash) ফের উত্তাল কোচবিহারের (Coochbihar) দিনহাটা । রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষে আহত হন 3 জন ।

3 injured in tmc inner clash at coochbihar
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত দিনহাটা; গুলিবিদ্ধ 1, তিরবিদ্ধ 2

By

Published : Aug 19, 2021, 2:08 PM IST

কোচবিহার, 19 অগস্ট: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে (TMC Clash) উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গীতালদহ এলাকা । প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার (Coochbihar) জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে অন্ততপক্ষে 3 জন জখম হয়েছেন । এঁদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল জলিল মিয়াঁ নামে একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিরবিদ্ধ দু'জনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ।

দিনহাটা-1 নং ব্লকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের । মূলত ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই বিরোধ । ব্লকের এক গোষ্ঠীর কর্মসূচিতে অপর গোষ্ঠীকে ডাকা হত না বলে অভিযোগ । এক গোষ্ঠীর দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলে মরিয়া হয়ে ওঠে অপর গোষ্ঠী । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা -1 ব্লকের বিভিন্ন গ্রাম । দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে ।

আরও পড়ুন:Plane Hijack Threat: বিমান হাইজ্যাকের হুমকি ফোন, নিরাপত্তার কড়াকড়ি কলকাতা বিমানবন্দরে

পরবর্তীতে গত 16 অগস্ট তৃণমূলের রাজ্য নেতৃত্ব জেলা রদবদলের পাশাপাশি দিনহাটা-1 ব্লকে সভাপতি পদে রদবদল করে । প্রসন্ন দেবশর্মাকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় যুবনেতা সঞ্জয় বর্মনকে । সবাই ভেবেছিলেন, এ বার হয়তো গন্ডগোল থামবে । কিন্তু তা হয়নি । আজ সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । চলে গুলি, তির । জখম হন 3 জন ।

আরও পড়ুন:Mamata Banerjee : গ্রামাঞ্চলে 50 শতাংশ টিকাকরণ হলেই লোকাল ট্রেন চালুর অনুমতি, জানালেন মমতা

জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ (Udayan Guha) এ ব্যাপারে বলেছেন, এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ ।

আরও পড়ুন:West Bengal Corona Update : ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যাও

ABOUT THE AUTHOR

...view details