পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coachbehar accident : কোচবিহারে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত 3 - 3 died in a accident in coach behar

হিন্দুস্তান মোড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাশয় পড়ে যায় । দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় ।

coach-behar
coach-behar

By

Published : Sep 13, 2021, 6:54 PM IST

কোচবিহার, 13 সেপ্টেম্বর : রাস্তার ধারের জলাশয়ে গাড়ি উল্টে মৃত্যু হলে তিনজনের । সোমবার দুপুরে কোচবিহারের ঘোকসাডাঙার হিন্দুস্তান মোড় এলাকায় এই ঘটনা ঘটে ৷ দু‘জনকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

জানা গিয়েছে, আজ আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থেকে একটি ইনোভা গাড়িতে চেপে কোচবিহারের মাথাভাঙ্গা যাচ্ছিলেন পাঁচজন ৷ ড্রাইভার-সহ গাড়িতে ছিলেন মোট ছয়জন । হিন্দুস্তান মোড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাশয় পড়ে যায় । দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় । গাড়িতে থাকা ছ‘জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয় । এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে একজনের নাম বাবুল হোসেন ৷ বাকিদের পরিচয় জানা যায়নি । একজন এখনও নিখোঁজ ৷

আরও পড়ুন : Kolkata Shootout : শহরে রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

উদ্ধার হওয়া বাকি দু‘জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে । কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details