কোচবিহার, 11 মে : জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে দলছুট তিনটি বাইসন ৷ ফসল ভর্তি ক্ষেতগুলিতে কার্যত তাণ্ডব চালায় তারা ৷ আজ সকালে বাইসনের এহেন তাণ্ডব দেখে আকঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী ৷ যদিও এখনও পর্যন্ত কারও জখম হওয়ার খবর মেলেনি ৷ কোচবিহারের ঘোকসাডাঙ্গার ঘটনা ৷
বাইসনের তাণ্ডবের দৃশ্য দেখে স্থানীয়দের একাংশ লাঠিসোটা নিয়ে সেগুলিকে তাড়ানোর চেষ্টা করে ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ এখনও সেগুলি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের ৷ আজ সকালে বাইসনের আক্রমণের হাত থেকে বাঁচতে ঘরবন্দি হয়ে যান তাঁরা ৷ মূলত জঙ্গলে খাবারের অভাবে বাইসনগুলি জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে তাণ্ডব চালায় বলে দাবি তাদের ৷