মাথাভাঙা, 21 এপ্রিল : এলাকায় ঘুরে ঘুরে সার্কাস দেখানোই পেশা । কখনও রাজ্যের এপ্রান্তে তো কখনও অন্য প্রান্তে তাঁরা । এভাবেই মাসের পর মাস কেটে যায় । কিন্তু এবার এভাবে আটকে পড়তে হবে তাঁরা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি । যেটুকু টাকা নিয়ে এসেছিলেন সেটুকুও শেষ । যা রোজগার করেছিলেন 29 জনের পেট চালাতে তাও আর নেই । এর উপর সঞ্চয় কিছু নেই বললেই চলে । দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর রোজগারও বন্ধ । কোনওরকমে আধপেটা খেয়ে দিন কাটছে তাঁদের । প্রথম দফায় লকডাউন কাটলে সকলেই ভেবেছিলেন ফিরে যাবেন । কিন্তু লকডাউনের সময়সীমা বাড়ায় এবার সরকারের কাছে সাহায্যের আর্তি এই সার্কাস দলের ।
শিলিগুড়ি থেকে কোচবিহারে দোলের মেলায় এসেছিলেন এই 29 জন । কিন্তু হঠাৎ করে লকডাউন ঘোষণা হওয়ায় আর ফিরতে পারেননি । ভেবেছিলেন যা রোজগার হয়েছে তাতে চলে যাবে এই ক'দিন । কিন্তু কোথায় কী । সময়সীমা বেড়ে যায় লকডাউনের । এই পরিস্থিতিতে 29 জনের এখন আধপেটা খেয়েই চলছে দিন । মাস্কের ব্যবস্থা হলেও হয়নি খাবারের ব্যবস্থা । সেচ্ছাসেবী সংগঠনের থেকে সাহায্য পেলেও তার এতগুলো ভাগ হওয়ায় আর বেঁচে নেই কিছুই ।