পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Rash 2022: রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা কোচবিহারে - Cooch Behar Rash 2022

শুরু হল কোচবিহার রাস উৎসব (Cooch Behar Rash Mela) ৷ কোচবিহার মদনমোহন বাড়িতে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান (Pawan Kadyan) ।

Cooch Behar Rash 2022
রাস উৎসবের সূচনা হল কোচবিহারে

By

Published : Nov 8, 2022, 11:49 AM IST

কোচবিহার, 8 নভেম্বর: চিরাচরিত প্রথা মেনে রাসচক্র ঘুরিয়ে 200 বছরের প্রাচীন রাস উৎসবের সূচনা হল (Cooch Behar Rash Mela)। সোমবার রাত 9টা নাগাদ কোচবিহার মদনমোহন বাড়িতে বিশেষ পুজোর পর রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহার দেবত্র ট্রাস্ট্র বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান (Pawan Kadyan) । এরপর দর্শকদের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন বাড়ির দরজা । আগে রাজারা রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা করতেন । এখন রাজা না থাকায় পদাধিকার বলে জেলাশাসক এই উৎসবের সূচনা করেন ।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "কোচবিহারের সবাই যাতে ভালো থাকে, তাঁদের সুখ সমৃদ্ধি আসে এটাই ভগবান মদনমোহনের কাছে প্রার্থনা করেছি ।"

আরও পড়ুন:লক্ষ্মীপুজোর দিন উপোস করে রাসচক্র তৈরির কাজ শুরু করলেন আলতাফ

কথিত আছে 1812 সাল নাগাদ মহারাজা হরেন্দ্রনারায়ণ ভেটাগুড়িতে রাসপূর্ণিমা দিন বিশেষ পুজো করে রাজপ্রাসাদে প্রবেশ করেন । সেই উপলক্ষ্যে ভেটাগুড়িতে 15 দিন ধরে মেলা বসে । পরবর্তীতে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ বৈরাগিদিঘির পাড়ে মদনমোহন মন্দির গড়ে তুললে সেখানে রাস উৎসব শুরু হয় । পাশাপাশি মন্দিরের পাশের মাঠে বিশাল এলাকা জুড়ে মেলা বসে যা রাসমেলা বলে পরিচিত ।

রাস উৎসবের সূচনা হল কোচবিহারে

আগে রাজারা রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা করলেও বর্তমানে কোচবিহারের জেলাশাসক এই রাস উৎসবের সূচনা করেন । রীতি মেনে এদিন সন্ধ্যায় প্রথমে 'পসার ভাঙা' হয় । সন্ধ্যা 6টা নাগাদ ওড়িশার ব্রাহ্মণকে দিয়ে এই পসার ভাঙা হয় । আর এই অনুষ্ঠানের পরেই শুরু হয় রাসের বিশেষ পুজো ।

আরও পড়ুন:কালীপুজো শেষ হতেই রাস উৎসবের প্রস্তুতি শুরু কোচবিহারে

পুজো শেষ হওয়ার পর রাসচক্র ঘুরিয়ে 15 দিনব্যাপী রাস উৎসবের সূচনা করেন জেলাশাসক পবন কাদিয়ান । এদিকে করোনার কারণে গত 2 বছর মেলা অনুষ্ঠিত না হলেও এবার মেলা অনুষ্ঠিত হচ্ছে । আজ মঙ্গলবার সন্ধ্যায় 210 তম রাসমেলার উদ্বোধন হবে । মেলায় এবার কয়েকহাজার স্টল বসবে । এবার মেলা চলবে 20 দিন ।

ABOUT THE AUTHOR

...view details