পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে দুটি পৃথক পথ দুর্ঘটনায় আহত 14 - mahishbathan

কোচবিহারের মহাকাল ধাম ও মহিষবাথান এলাকায় দুটি পৃথক পথ দুর্ঘটনা ঘটে । আহত 14 ।

2 road accidents in coochbehar
দুটি পৃথক পথ দুর্ঘটনা

By

Published : Feb 22, 2020, 4:44 PM IST

কোচবিহার, 22 ফেব্রুয়ারি: দুটি পৃথক পথ দুর্ঘটনায় আহত 14 । কোচবিহারের মহাকাল ধাম ও মহিষবাথান এলাকার ঘটনা ।

শিবরাত্রি উপলক্ষে আজ সকালে বানেশ্বর শিবমন্দিরে জল ঢেলে অটো করে দিনহাটায় ফিরছিলেন ভক্তরা । ফেরার পথে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইঁটের স্তূপে ধাক্কা দেয় । তাতে অটো উল্টে যায় । আহত 10 জন । অপরদিকে মহিষবাথানে দুটি মোটর বাইক মুখোমুখি সংঘর্ষ হয় । আহত হয় আরও 4 । 4 জনের অবস্থা আশঙ্কাজনক ।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আসে । আহতদের ঘটনাস্থান থেকে উদ্ধার করে । কোচবিহারের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । মোটর বাইকের সংঘর্ষে চার জনের অবস্থা আশঙ্কা জনক ।

ABOUT THE AUTHOR

...view details