কোচবিহার, 17 মে : পাকা রাস্তার কাজ ঘিরে সংঘর্ষ ৷ ঘটনায় জখম 2 ৷ তাঁরা বর্তমানে মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন ৷ গ্রামবাসীদের সঙ্গে রাস্তার কাজে কর্মরতদের সংঘর্ষের সূত্রপাত ৷ এরপর ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ গ্রামবাসীদের দাবি, রাস্তার কাজ ফাঁকা জায়গায় না করে আগে বসতিযুক্ত এলাকায় করতে হবে ৷
চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের তরফে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় পাকা রাস্তার কাজ শুরু হয় ৷ চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের খেতাবেচা হাট থেকে 144 কামাত চ্যাংরাবান্ধা পর্যন্ত রাস্তার কাজ শুরু করার প্রকল্প বরাদ্দ হয় চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের তরফে ৷ উন্নয়ন পর্ষদের তরফে আজ প্রথম ধাপে এক কিমি রাস্তার কাজ শুরু করা হয় ৷ কাজ শুরু করার সময় স্থানীয় কিছু বাসিন্দা সম্পূর্ণ রাস্তার কাজের দাবি তোলে ৷ গ্রাম থেকে কাজ শুরু করার দাবি নিয়ে কাজ যেখানে চলছে সেখানে যায় গ্রামবাসীরা ৷ এরপর যাঁরা কাজে যুক্ত ছিলেন ও কাজের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় স্থানীয়দের ৷ ঘটনায় 2 জন স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ৷
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, " উন্নয়ন পর্ষদের তরফে রাস্তার কাজ শুরু করা হয়েছে ফাঁকা জায়গায় ৷ কিন্তু , সম্পূর্ণ রাস্তার কাজের দাবি ও ঘনবসতিপূর্ণ গ্রাম এলাকা থেকে কাজ শুরু করার দাবি নিয়ে আজ কাজ চলা অবস্থায় সেখানে তাঁরা যান ৷ যাঁরা কাজ করছেন তাঁদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ ৷ তাঁদের আবেদন ও দাবি , উন্নয়ন পর্ষদ ও প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ আপতত এক কিমি কাজ শুরু হয়েছে , কিন্তু বসতিযুক্ত এলাকায় না করে ফাঁকা জায়গায় করছে ৷ তাঁরা কাজ বন্ধ করতে যাননি ৷ তাঁরা বসতিযুক্ত এলাকায় কাজ শুরু করার দাবি নিয়ে কাজের জায়গায় যায় ৷ কিন্তু, কাজের দায়িত্বে থাকা মানুষজন তাঁদের উপর লাঠি -কোদাল দিয়ে হামলা চালায় ৷ সংঘর্ষে 2 জন জখম হন ৷ তাঁদের মধ্যে ভবেন রায় নামে এক আহত ব্যক্তিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ "
এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু রায় বলেন, " আজ কাজ শুরু হতেই কিছু স্থানীয় ব্যক্তি বাধা দেন ৷ এরপর যারা কাজ করছে তাদের সঙ্গে বচসা লাগে ৷ এরপর আমরা পুলিশকে খবর দিই ৷ " চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী বলেন, " উন্নয়ন পর্ষদের তরফে কাজ শুরু করা হয় ৷ সেখানকার কিছু স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল সম্পূর্ণ রাস্তার কাজের ৷ পর্ষদের তরফে ধাপে ধাপে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ তবে ,ওই এলাকায় ঠিক কী হয়েছে তা এখনও জানি না ৷ তবে বিষয়টি নিয়ে জেলা শাসক , জেলা পুলিশ সুপার ও মেখলিগঞ্জ মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানে আলোচনা করা হবে ৷ তদন্ত করছে পুলিশ ৷ "