কোচবিহার, 29 অগস্ট : বিএসএফের গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশি পাচারকারীর । আজ ভোরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্তে । বিএসএফ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই বাংলাদেশির নাম ইউনুস আলি ও মহম্মদ সাগর । তারা দু'জনেই বাংলাদেশের পাটগ্রামের বাসিন্দা । বাধা দিতে গিয়ে এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন ।
চ্যাংরাবান্ধার ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি পাচারকারী চোরা পথে ভারতে ঢোকার চেষ্টা করে । বিষয়টি টের পেয়ে প্রহরারত বিএসএফ জওয়ানেরা বাধা দিলে ওই পাচারকারীরা জওয়ানদের ঘিরে ফেলে তাঁদের উপর হামলা চালানোর চেষ্টা করে । এতে দুই বিএসএফ জওয়ান জখম হন এবং জওয়ানদের গুলিতে দুই পাচারকারীর মৃত্যু হয় ৷