পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BSF : বিএসএফের গুলিতে মৃত 2 বাংলাদেশি পাচারকারী - মেখলিগঞ্জ

চোরাপথে ভারতে ঢুকতে গিয়ে জওয়ানদের গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশি পাচারকারীর ৷ বাধা দিতে গিয়ে পাচারকারীদের হামলার মুখে পড়ে জখম হন দুই জওয়ান ৷

বিএসএফের গুলিতে মৃত 2 বাংলাদেশি পাচারকারী
বিএসএফের গুলিতে মৃত 2 বাংলাদেশি পাচারকারী

By

Published : Aug 29, 2021, 11:50 AM IST

কোচবিহার, 29 অগস্ট : বিএসএফের গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশি পাচারকারীর । আজ ভোরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্তে । বিএসএফ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই বাংলাদেশির নাম ইউনুস আলি ও মহম্মদ সাগর । তারা দু'জনেই বাংলাদেশের পাটগ্রামের বাসিন্দা । বাধা দিতে গিয়ে এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন ।

চ্যাংরাবান্ধার ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি পাচারকারী চোরা পথে ভারতে ঢোকার চেষ্টা করে । বিষয়টি টের পেয়ে প্রহরারত বিএসএফ জওয়ানেরা বাধা দিলে ওই পাচারকারীরা জওয়ানদের ঘিরে ফেলে তাঁদের উপর হামলা চালানোর চেষ্টা করে । এতে দুই বিএসএফ জওয়ান জখম হন এবং জওয়ানদের গুলিতে দুই পাচারকারীর মৃত্যু হয় ৷

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ কর্তারাও ঘটনাস্থলে যান । তাঁরা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে । পাচারকারীদের মৃতদেহ তদন্তের জন্য মাথাভাঙার মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন :KLO Threat : পুলিশ ও সেনার বিরুদ্ধে ‘সশস্ত্র বিপ্লব’ ঘোষণা কেএলও নেতার

ABOUT THE AUTHOR

...view details