কোচবিহার, 17 ফেব্রুয়ারি : ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ব্য়বসায়ীরই ভাইপো-সহ দুই ৷ পুন্ডিবাড়ির ঘটনায় ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া 12 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকা এবং সোনার গয়না ৷
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘‘ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় তাঁরই ভাইপো-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত 14 ফেব্রুয়ারি রাতে কোচবিহার-2 ব্লকের খোলটা এলাকার আলু ব্যবসায়ী সানি শেখের বাড়ির আলমারি থেকে 12 লাখ টাকা ও কিছু সোনার গয়না চুরি যায় ৷ তদন্তে নেমে পুলিশ ওই ব্যবসায়ীর ভাইপো রানা শেখ ও এক প্রতিবেশী মকসেদ আলিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 9 লাখ টাকা ও চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার হয় ৷ বাকি টাকা উদ্ধার করতে এবং এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷
আরও খবর:10টি তালা, শাটার ভেঙে 50 লাখের গয়না চুরি তমলুকের সোনার দোকানে
পুলিশ সূত্রে খবর, আলু ব্যবসায়ী সানি শেখ এলাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে এসে দেখেন তাঁর বাড়ির পিছন দিকে টিনের বেড়া কাটা এবং ঘরের ভিতরে আলমারি খোলা। উধাও আলমারিতে থাকা নগদ 12 লাখ টাকা এবং সোনার গয়না ৷ এরপর রাতেই পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার 48 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।