পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NBSTC Bus Service: গ্রিন ট্রাইবুনালের নির্দেশে 189টি বাস বাতিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার - NBSTC Bus Service

গ্রিন ট্রাইবুনালের নির্দেশে চলতি মাসেই 15 বছরের পুরনো 189টি বাস বাতিল হয়ে যাচ্ছে(NBSTC Bus Service) । আগামী অগস্ট মাসে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়াবে 212টিতে । আর এতেই উদ্বিগ্ন সংস্থার কর্তারা ।

NBSTC Bus Service
NBSTC Bus Service

By

Published : Jul 30, 2022, 10:14 PM IST

কোচবিহার, 30 জুলাই: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা( NBSTC)-র 18 টি বাস বাতিল হতে যাচ্ছে । গ্রিন ট্রাইবুনালের নির্দেশে এই বিশাল সংখ্যক বাস বসে যাওয়ায় কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে রাজ আমলের ওই পরিবহণ সংস্থার(Buses scrapped by NBSTC on orders of Green Tribunal) ।

এনবিএসটিসি কর্তৃপক্ষের দাবি, গত কয়েক বছরের নতুন কোন বাস আসেনি । এর মধ্যে যদি এতগুলো বাস একসঙ্গে বসে যায় তাহলে যাত্রী পরিষেবা দিতে সমস্যা হবে । ফলে আয়ও কমবে । সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, "সংস্থার 189টি বাস পনেরো বছরের পুরনো হয়ে গিয়েছে । সেই বাসগুলো বাতিল হয়ে যাচ্ছে । তাই নতুন কোনো বাস না-পেলে সব পরিষেবা দিতে সমস্যা হবে । পাশাপাশি সংস্থার আয়ও কমবে ।"

সংস্থা সূত্রে জানা গিয়েছে, কোচবিহার রাজাদের আমলে গড়ে ওঠা এই সংস্থা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গ ও ভিনরাজ্যে পরিষেবা দিয়ে থাকে । বর্তমানে সংস্থার হাতে প্রায় সাড়ে নশো বাস রয়েছে । এর মধ্যে প্রতিদিন গড়ে 700-র কাছাকাছি বাস রাস্তায় নামে । বাকি বাস রিজার্ভে থাকে । ঘুরিয়ে ফিরিয়ে ওই বাসগুলোকে চালানো হয়(NBSTC Bus Service) ।

আরও পড়ুন:জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বন্ধ একাধিক সরকারি বাস, নাজেহাল যাত্রীরা

গ্রিন ট্রাইবুনালের নির্দেশে চলতি মাসেই 15 বছরের পুরনো 189টি বাস বাতিল হয়ে যাচ্ছে । আগামী অগস্ট মাসে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়াবে 212টিতে । আর এতেই উদ্বিগ্ন সংস্থার কর্তারা । তাঁরা জানান, 2019 সালে শেষবার বাস পেয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । নতুন করে ইলেকট্রিক বাস আসবে বলে বহুবার শোনা গেলেও এখনো বাস আসেনি । ফলে পরিষেবায় ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকছে । পাশাপাশি সংস্থার আয়ও কমবে বলে কর্তাদের আশঙ্কা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details