কোচবিহার, 1 জুন : কোচবিহারে নতুন করে 18 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন। এনিয়ে রবিবার জেলায় মোট 45 জন কোরোনা আক্রান্তের হদিস মিলল। ফলে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 90। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, আক্রান্তরা সবাই পরিযায়ী শ্রমিক।
ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফিরছেন শ্রমিকরা। তারপর থেকেই বিভিন্ন জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। সেই তালিকায় বাদ নেই কোচবিহারও। পরিযায়ী শ্রমিকরা ঢোকার আগে পর্যন্ত গ্রিন জ়োনে ছিল কোচবিহার জেলা।