পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে কোরোনায় সংক্রমিত আরও 18, জেলায় বেড়ে 90 - coochbehar migrant labourers

ভিনরাজ্য থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। কোচবিহারেও বাড়ছে সংক্রমণ।

coochbehar
কোচবিহার

By

Published : Jun 1, 2020, 3:32 AM IST

কোচবিহার, 1 জুন : কোচবিহারে নতুন করে 18 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন। এনিয়ে রবিবার জেলায় মোট 45 জন কোরোনা আক্রান্তের হদিস মিলল। ফলে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 90। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, আক্রান্তরা সবাই পরিযায়ী শ্রমিক।

ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফিরছেন শ্রমিকরা। তারপর থেকেই বিভিন্ন জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। সেই তালিকায় বাদ নেই কোচবিহারও। পরিযায়ী শ্রমিকরা ঢোকার আগে পর্যন্ত গ্রিন জ়োনে ছিল কোচবিহার জেলা।

গতকাল কোচবিহারে 32 জনের রিপোর্ট পজ়িটিভ আসে। আক্রান্তরা অধিকাংশই দিনহাটার বাসিন্দা। এরপর রবিবার সকালে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল থেকে যে রিপোর্ট আসে তাতে দেখা যায়, 37 জন কোরোনায় আক্রান্ত। এঁদের মধ্যে কোচবিহার সদর মহকুমার 19 জন, দিনহাটার 5 জন, মাথাভাঙার 5 জন এবং তুফানগঞ্জের 8 জন রয়েছেন।

এরপর রবিবার রাতে 18 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। আক্রান্তদের মধ্যে কোচবিহার সদরের 2 জন, দিনহাটার 15 জন এবং তুফানগঞ্জের একজন বাসিন্দা রয়েছেন। এঁরা কোরোনার উপসর্গহীন ছিলেন।

ABOUT THE AUTHOR

...view details