পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্বালানি বাবদ বকেয়া 16 লাখ, বন্ধের জোগার দিনহাটা হাসপাতালে জেনারেটর পরিষেবা - dinhata sub-divition hospital

মেটানো হয়নি তেলের বিল । বকেয়া প্রায় 16 লাখ টাকা । বন্ধ হয়ে যেতে পারে দিনহাটা মহকুমা হাসপাতালের জেনারেটর পরিষেবা । চিকিৎসা পরিষেবার পড়তে পারে প্রভাব ।

দিনহাটা হাসপাতালে জেনারেটর পরিষেবা
দিনহাটা হাসপাতালে জেনারেটর পরিষেবা

By

Published : Dec 25, 2020, 6:47 PM IST

দিনহাটা, 25 ডিসেম্বর : জ্বালানি বাবদ বকেয়া রয়েছে টাকা 16 লাখ টাকা । যে কোনও সময়ে জেনারেটর পরিষেবা ব্যাহত হতে পারে দিনহাটা মহকুমা হাসপাতালের । উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ । অপরদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ টাকা না পেয়ে ইতিমধ্যে দুবার চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে । যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে জ্বালানি বাবদ বিল না আসা পর্যন্ত বকেয়া মেটানো সম্ভব হচ্ছে না । টাকা এলেই মিটিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : 2 মাস ধরে বিকল সরকারি হাসপাতালের USG মেশিন, ভোগান্তিতে রোগীরা

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, কোচবিহার জেলার গুরুত্বপূর্ণ হাসপাতাল হল এই দিনহাটা মহকুমা হাসপাতাল । 326টি শয্যা বিশিষ্ট হাসপাতালে দিনহাটা মহকুমার পাশাপাশি কোচবিহার 1 নম্বর ব্লক ও তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের একটা বড় অংশের মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল । আগে একটি মাত্র জেনারেটর দিয়ে হাসপাতালটি চলত । তবে বর্তমানে ব্ল্যাডব্যাঙ্ক, এসএনসিইউ, এইচডিইউ পরিষেবা চালু থাকায় 24 ঘণ্টা জেনারেটর চালু রাখতে হয় ।

আরও পড়ুন : ক্ষতিপূরণের 8 লাখ টাকা দিতে হাসপাতালের টালবাহানা, নতুন নির্দেশ কমিশনের

এ জন্য 200 কিলো ভোল্ট ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর এবং 62.5 কিলো ভোল্ট ক্ষমতা সম্পন্ন দুটি জেনারেটর চালু রয়েছে । কিন্তু এক বছর ধরে তেলের বিল না আসায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । পরিষেবা বন্ধ হওয়ার জোগার । এ বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রণজিৎ মণ্ডল বলেন, "জ্বালানি বিল না আসার কারণে এই সমস্যা হচ্ছে ।" হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, "বিষয়টি নজরে এসেছে । বরাদ্দ টাকা এলেই তা মেটানো হবে ।"

ABOUT THE AUTHOR

...view details