কোচবিহার, 23 এপ্রিল: দিনে পুলিশের ভয় । তাই রাতে বাড়ি ফেরার চেষ্টা করেছিল । কিন্তু সফল হল না কোচবিহারের দিনহাটার 15 জন । পুলিশের হাতে ধরা পড়ে প্রত্যেককেই কোয়ারান্টাইন সেন্টারে যেতে হয়েছে । 15 জনের ওই দলটির মধ্যে মহিলা ও শিশুও রয়েছে ।
বুধবার গভীর রাতে পিকআপ ভ্যানের শব্দে ঘুম ভেঙে যায় দিনহাটার রংপুর এলাকার কয়েকজনের । বাইরে বেরিয়ে দেখেন, দু'টি গাড়িতে ঠাসাঠাসি করে পুরুষ, মহিলা বসে রয়েছে । সন্দেহ হওয়ায় গাড়ি দু'টি আটকে দিনহাটা থানায় খবর দেন তাঁরা । পুলিশ ওই 15 জন শ্রমিককে প্রথমে থানায় নিয়ে যায় । এরপর স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে সকলকে কোয়ারান্টাইনে পাঠানো হয় ।