কোচবিহার, 30 এপ্রিল : তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে ডাকাতির ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ । গতকাল তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । মাদক, সোনা, পিকআপ ভ্যান এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।
তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 12 - তৃনমুল পঞ্চায়েত সদস্যার বাড়িতে ডাকাতি
দিনহাটার গোসানিমারি এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা নিমি রায় । তাঁর বসুনিয়ার বাড়িতে 18 এপ্রিল ডাকাতি হয় ।
![তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 12 TMC Panchayat member house](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7001322-883-7001322-1588236472708.jpg)
দিনহাটার গোসানিমারি এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা নিমি রায় । তাঁর বসুনিয়ার বাড়িতে 18 এপ্রিল ডাকাতি হয় । বাড়িতে মজুত থাকা প্রচুর পরিমাণ মদ এবং নগদ টাকা ও গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা । পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে খুঁটিতে বেঁধে রেখে ডাকাতি চলে।
পুলিশের প্রাথমিক অনুমান ছিল, মজুত থাকা মদের কারণেই ওই বাড়িতে ডাকাতি হয়েছিল। গতকাল দিনহাটার বিভিন্ন এলাকা থেকে 12 জনকে গ্রেপ্তার করা হয় । এরপর তাদের আদালতে তোলা হয় । আটজনকে পুলিশ রিমান্ডে দেওয়া হয় । দিনহাটা থানার IC সঞ্জয় দত্ত বলেন, "এই চক্রে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ।"