কোচবিহার, 20 মে : ফের সামনে এল পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি । এবার কোচবিহারের শীতলকুচিতে ৷ কার্শিয়াং থেকে 172 কিলোমিটার পথের অধিকাংশটাই পায়ে হেঁটে শীতলকুচি পৌঁছালেন 11 জন শ্রমিক ৷ গতকাল রাতে কোচবিহারের শীতলকুচির ডাকঘরায় তাঁরা ফিরেছেন ৷
কার্শিয়াং থেকে পায়ে হেঁটে শীতলকুচি, ফের প্রকাশ্যে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা - শীতলকুচি
রাজ্যে কার্যত লকডাউনে ফের বেহাল দশা পরিযায়ী শ্রমিকদের ৷ 172 কিলোমিটারের মধ্যে অধিকাংশ পথ পায়ে হেঁটে কার্শিয়াং থেকে শীতলকুচি পৌঁছালেন 11 জন পরিযায়ী শ্রমিক ৷
আরও পড়ুন : বিপদের ঝুঁকি নিয়েই ফের ভিনরাজ্যে পাড়ি পরিযায়ীদের
ঘরে ফেরা শ্রমিকদের মধ্যে একজন জানিয়েছেন, এলাকায় কর্মসংস্থান না থাকায় কার্শিয়াংয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ৷ কিন্তু, কার্যত লকডাউন ঘোষণা হওয়ায় কাজ বন্ধ হয়ে যায় ৷ ফলে বাড়ি ফিরে আসতে হয়েছে তাঁদের ৷ কিন্তু, রাস্তায় গাড়ি না থাকায় অধিকাংশটাই পায়ে হেঁটে ফিরতে হয়েছে ৷ কার্শিয়াং থেকে শিলিগুড়ি পর্যন্ত 43 কিলোমিটার পথ পায়ে হেঁটে ফেরেন তাঁরা ৷ মাঝে শিলিগুড়িতে এক সাংবাদিক তাঁদের খাবারের ব্যবস্থা করে দেন ৷ এর পর একটি ট্রাকে করে কিছুটা পথ আসেন ৷ ফের অনেকটা পথ পায়ে হেঁটে শীতলকুচিতে এসে পৌঁছেছেন ৷ তাঁদের অভিযোগ, যেখানে কাজ করতেন, সেখানে ঠিক মতো মজুরি পেতেন না ৷ এমনকি কার্যত লকডাউনের পর তাঁদের পাওনা টাকাও দেওয়া হয়নি ৷ তাই বাধ্য হয়ে গ্রামে ফিরে এসেছেন ওই শ্রমিকরা ৷