পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙা হল সভামঞ্চ, বাতিল যোগীর ফুলবাগানের সভা - sinthi

এই প্রথম কলকাতায় সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের । কিন্তু আদিত্যনাথ কলকাতা সফরে আসার আগেই একাধিক সভা বাতিল করতে হয়েছে BJP-কে । বেহালা জেমস লং সরণির সভার পরে এবার সিঁথি থানা সংলগ্ন B. T. রোডে ফুলবাগানে যোগীর সভা বাতিল করতে হল BJP-কে ।

যোগী আদিত্যনাথ

By

Published : May 15, 2019, 1:36 PM IST

কলকাতা, 15 মে : উত্তর কলকাতার সিঁথি থানা সংলগ্ন B. T. রোডে ফুলবাগান গেটে হওয়ার কথা ছিল BJP নেতা যোগী আদিত্যনাথের সভা । তবে সেই সভা বাতিল করার সিদ্ধান্ত নিল BJP-র রাজ্য নেতৃত্ব । আজ দুপুর তিনটে নাগাদ BJP-র রাজ্য সদর দপ্তরে এই সভা বাতিল করার বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠক হবে । উপস্থিত থাকার কথা আদিত্যনাথেরও ।

এই প্রথম কলকাতায় সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের । কিন্তু আদিত্যনাথ কলকাতা সফরে আসার আগেই একাধিক সভা বাতিল করতে হয়েছে BJP-কে । BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আদিত্যনাথের সভার জন্য তৈরি সভামঞ্চে ভাঙচুর চালায় । তাছাড়া গতকাল বিদ্যাসাগর কলেজে সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি শহরে । সব কিছু মাথায় রেখে সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে অনুমতি না মেলায় আদিত্যনাথের দক্ষিণ কলকাতার বেহালা জেমস লং সরণির সভাটিও বাতিল করতে হয়েছিল ।

BJP-র আরও অভিযোগ, যে ডেকোরেটরকে এই সভামঞ্চের বরাত দেওয়া হয়েছিল তাদের ভয় দেখিয়ে কাজ বন্ধ করতে বাধ্য করেছে তৃণমূল । এমন কী সভার জন্য রাখা চেয়ার ও যাবতীয় সরঞ্জাম সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে ।

এই বিষয়ে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাহুল সিনহা বলেন, "গতকাল যখন সভামঞ্চ বাঁধা হচ্ছিল তখন সেখানে কর্মরত শ্রমিকদের মারধর করে তৃণমূলের লোকজন । শ্রমিকদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় । তারপর সভামঞ্চ ভাঙচুর করা হয় । আজ দুপুর 2টোয় সেখানে আদিত্যনাথের সভা হওয়ার কথা ছিল । তারপর এই কম সময়ের মধ্যে সভামঞ্চ মেরামত করা সম্ভব হয়নি । এই পরিস্থিতিতে আমাদের সভা বাতিল করতে হল ।"

এদিকে BJP-র অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের স্থানীয় কাউন্সিলর শান্তনু সেন জানান, সভামঞ্চ ভাঙচুরের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয় তৃণমূল ।

ABOUT THE AUTHOR

...view details