কলকাতা, 15 মে : উত্তর কলকাতার সিঁথি থানা সংলগ্ন B. T. রোডে ফুলবাগান গেটে হওয়ার কথা ছিল BJP নেতা যোগী আদিত্যনাথের সভা । তবে সেই সভা বাতিল করার সিদ্ধান্ত নিল BJP-র রাজ্য নেতৃত্ব । আজ দুপুর তিনটে নাগাদ BJP-র রাজ্য সদর দপ্তরে এই সভা বাতিল করার বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠক হবে । উপস্থিত থাকার কথা আদিত্যনাথেরও ।
এই প্রথম কলকাতায় সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের । কিন্তু আদিত্যনাথ কলকাতা সফরে আসার আগেই একাধিক সভা বাতিল করতে হয়েছে BJP-কে । BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আদিত্যনাথের সভার জন্য তৈরি সভামঞ্চে ভাঙচুর চালায় । তাছাড়া গতকাল বিদ্যাসাগর কলেজে সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি শহরে । সব কিছু মাথায় রেখে সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে অনুমতি না মেলায় আদিত্যনাথের দক্ষিণ কলকাতার বেহালা জেমস লং সরণির সভাটিও বাতিল করতে হয়েছিল ।