কলকাতা, 8 মে : সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে সাম্মানিক D. Litt সম্মানে ভূষিত করল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । আজ বিশ্ববিদ্যালয়ের 44তম সমাবর্তন অনুষ্ঠানে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হাতে D.Litt তুলে দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সাম্মানিক D.Litt তুলে দেওয়া হয় নৃত্যশিল্পী সোনাল মানসিংহ এবং সংগীতশিল্পী ও তবলাবাদক স্বপন চৌধুরির হাতে । সেইসঙ্গে 4জন শিল্পীর হাতে তুলে দেওয়া হয় রাজ্য অ্যাকাডেমি পুরস্কার । শুভেন্দু মাইতির হাতে তুলে দেওয়া হয় আচার্য দিনেশচন্দ্র অ্যাওয়ার্ড । 99 ছাত্র-ছাত্রীকে সমাবর্তন মঞ্চ থেকে Ph.D ডিগ্রি এবং 62 জনকে M.Phil ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন মুখ্য অতিথি V N ঝা ।
বর্তমানে ইস্টার্ন রিজিয়নে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি পড়ুয়া রয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । আরও বেশি করে বিদেশি পড়ুয়াদের টানতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 44 তম সমাবর্তনে সভাপতিত্ব করেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী । আজ অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল বলেন, " দেশের পড়ুয়ারা ছাড়াও বহু বিদেশি পড়ুয়াও এই বিশ্ববিদ্যালয়ে থাকছেন এবং পড়াশোনা করছেন । তাঁদের মধ্যে অনেকেই ICCR ও ইন্ডিয়ান মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্স থেকে স্কলারশিপ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছেন । গত বছর এই বিশ্ববিদ্যালয়ে 144 জন বিদেশি পড়ুয়া ছিলেন । যা পুরো ইস্টার্ন রিজিওনের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবথেকে বেশি । এই সকল পড়ুয়ারা শুধু বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশী দেশ থেকে আসেননি। এশিয়ার অন্য দেশ এবং ইউরোপ, আফ্রিকা থেকেও এসেছেন । আমি এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত অংশীদারদের পরামর্শ দেব, যথোপযুক্ত ব্যবস্থা নিতে যাতে তাঁরা আরও অনেক বিদেশি পড়ুয়ারা আকর্ষণ করতে পারেন ।"