কলকাতা, 8 জুন : দমদমে ডেঙ্গিতে মৃত্যু হল এক মহিলার । তাঁর নাম শুক্লা চক্রবর্তী ।
দমদমে ডেঙ্গিতে মৃত্যু মহিলার, কাউন্সিলর বললেন জানেন না - kolkata
জ্বর নিয়ে শুক্লা চক্রবর্তী কিছুদিন আগে হাসপাতালে ভরতি হন । সেখানে গত 6 জুন তাঁর মৃত্যু হয় ।
![দমদমে ডেঙ্গিতে মৃত্যু মহিলার, কাউন্সিলর বললেন জানেন না](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3503221-thumbnail-3x2-mosquito-542156-1920.jpg)
দমদমে ডেঙ্গিতে মৃত্যু মহিলার
জ্বর নিয়ে শুক্লা চক্রবর্তী কিছুদিন আগে হাসপাতালে ভরতি হন । তিনি দমদমের আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সেখানে গত 6 জুন তাঁর মৃত্যু হয় । হাসপাতাল সূত্রে জানা গেছে তাঁর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ।
শুক্লা চক্রবর্তী দমদমের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কমল মণ্ডলকে শুক্লাদেবীর মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই ।"