কলকাতা, 20 এপ্রিল : আগে বিহারে যে অবস্থা ছিল, এখন পশ্চিমবঙ্গে সেরকমই অবস্থা । সেজন্যই তৃতীয় দফায় রাজ্যে 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । আজ ETV ভারতকে একথা জানান নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ।
বিহারের থেকেও বাংলার অবস্থা খারাপ : বিশেষ পর্যবেক্ষক - Lok Sabha Election
10 বছর আগে বিহারে যেরকম অবস্থা ছিল। বাংলাতে এখন সেই অবস্থা। আর সেজন্যই 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে : অজয় নায়েক
অজয় নায়েক বলেন, "10 বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেরকম অবস্থা । বিহারের মানুষ ও রাজনৈতিক দল বুঝে গেছে যে, মারপিট করে নির্বাচন হয় না । কিন্তু, পশ্চিমবঙ্গে সেটা এখনও কেউ বোঝেনি । এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয় ।" নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকের বক্তব্য, সেজন্যই তৃতীয় দফায় রাজ্যের 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । তাঁর কথায়, "বিহারের 20 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে । আর সেখানে বাংলার 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । এটা গণতন্ত্রের জন্য ভালো নয় । "
পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বেরোনোর সময় অজয় নায়েক বলেন, "দ্বিতীয় দফায় যা দেখেছি, তাতে বলতে পারি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে । নির্বাচন সামলানোর ক্ষেত্রে বাংলাও উন্নতি করছে । আমার আশা, পরবর্তী লোকসভা নির্বাচনের সময় এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দরকার হবে না ।" তাঁর দাবি, বাকি পাঁচ দফায় রাজ্যে ভোট শান্তিপূর্ণ হবে । তিনি বলেন, "বাংলার নির্বাচন পুরোপুরি অবাধ ও শান্তিপূর্ণ হবে । তৃতীয় দফায় 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে । তাতে সব রাজনৈতিক দল সন্তুষ্ট । আমাদের আশা, পরবর্তী দফার নির্বাচনগুলিতে কোনও সমস্যা হবে না ।"