কলকাতা, 21 মে : এ বছরের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয়নি । আজ মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিন কার্যত সেই কথা স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকে পরপর ছয়টি পরীক্ষায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে । তবে এই বিষয়ে এর আগে মুখ খোলেননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । আজ ফলাফল ঘোষণার দিন পর্ষদ সভাপতি জানান, এবছর মোট 73 জনের পরীক্ষা বাতিল হয়েছে । গত বছর এই সংখ্যাটা ছিল মাত্র 17 জন । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, প্রশ্ন ফাঁসের জেরেই কি এ বছর পরীক্ষা বাতিলের সংখ্যাটা এতটা বৃদ্ধি পেল? সে বিষয়ে সরাসরি কোনও উত্তর না দিলেও কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, প্রশ্ন বেরিয়ে আসার বিষয়টি নিয়ে প্রশাসন সজাগ আছে ।
এই যে 73 জনের পরীক্ষা বাতিল হল এটা কি হোয়াটসঅ্যাপে প্রশ্নফাঁসের জের?
উত্তরে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "এটা সব নয় । 136টা কেস আমার কাছে এসেছিল । যারা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেছিল বা কোথাও হয়তো খাতাতে কোনও কিছু গন্ডগোল আছে সেটা নিয়ে আমার কাছে এসেছিল । তার মধ্যে 73 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে । গত বছর 17 জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল । যতগুলো মোবাইল ধরা পড়েছে এই 73-এর মধ্যে সবাই আছে । এ বছরের জন্য তাদের পরীক্ষা বাতিল । সামনের বছর পরীক্ষা দিতে পারবে । "