পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহার ও আলিপুরদুয়ারে শান্তিপূর্ণ ভোট হচ্ছে : বিবেক দুবে - EC

প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে : বিবেক দুবে

বিবেক দুবে

By

Published : Apr 11, 2019, 4:51 PM IST

Updated : Apr 11, 2019, 7:39 PM IST

কলকাতা, 11 এপ্রিল : "কোচবিহার ও আলিপুরদুয়ারে শান্তিপূর্ণভাবে ভোট চলছে।" কলকাতায় ফিরে একথা বলেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ অবজ়ারভার বিবেক দুবে।

গতকাল কোচবিহারে গেছিলেন বিশেষ পুলিশ অবজ়ারভার। তারপর আজ সকালে ভোটগ্রহণ শুরুর পর কোচবিহার ছাড়েন তিনি। ইতিমধ্যে কোচবিহার থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে থাকে। বিরোধীদের অভিযোগ, কমিশনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে রাজ্য সরকার। আর সেই কারণেই যে বুথগুলিতে রাজ্য পুলিশ রয়েছে সেখানে ভোট লুট করা হয়েছে। পাশাপাশি ভোটারদের হুমকি দেওয়া, বুথজ্যামের অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়ে রাজ্যর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানায় BJP।

ভিডিয়োয় শুনুন বিবেক দুবের বক্তব্য

যদিও বিশেষ পুলিশ অবজ়ারভারের বক্তব্য, "শেষ খবর পাওয়া পর্যন্ত দু'জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোনও সমস্যা নেই। সাধারণ মানুষ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।"

Last Updated : Apr 11, 2019, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details