পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে মোটামুটি শান্তিতেই ভোট চলছে : বিবেক দুবে - west bengal

রাজ্যের স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে আজ বলেন, "মোটামুটি শান্তিতেই ভোটগ্রহণের প্রক্রিয়া চলছে। আমাদের তরফে চেষ্টার খামতি নেই।"

বিবেক দুবে

By

Published : Apr 18, 2019, 1:35 PM IST

কলকাতা, 18 এপ্রিল : দ্বিতীয় দফার নির্বাচন পর্বে রাজ্যে তিনটি আসনে ভোট হচ্ছে। রাজ্যের স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে আজ বলেন, "মোটামুটি শান্তিতেই ভোটগ্রহণের প্রক্রিয়া চলছে। আমাদের তরফে চেষ্টার খামতি নেই। আজ সকাল 11টা পর্যন্ত পর্যন্ত রাজ্যের তিনটি আসনে ভোটদানের গড় হার 33 শতাংশ। দেখা যাক বাকি দিন কেমন যায়।"

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ার 180 নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটারদের বুথের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বাইরের ভোটারদের বুথের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটারদের মারধরেরও অভিযোগ ওঠে। এরপরই ক্ষুব্ধ ভোটাররা চোপড়ার হাতিঘিষা মোড় অবরোধ করেন।

চোপড়ায় ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার প্রসঙ্গে বিবেক দুবে বলেন, "চোপড়ার সেই ভোটারদের নিরাপত্তাবাহিনীর নজরদারিতে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা তাঁদের পোলিং বুথে নিয়ে গেছে এবং তাঁরা ভোট দিয়েছেন।"

অন্যদিকে, ইসলামপুরে পাটাগাড়া এলাকায় বুথের 100 মিটারের মধ্যে অস্ত্র ও বোমা নিয়ে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ তোলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম। তবে বিবেক দুবের দাবি, "ছোটোখাটো ঘটনা সবসময়ই ঘটবে। কিন্তু বড় কোনও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি।"

ABOUT THE AUTHOR

...view details