কলকাতা, 18 এপ্রিল : দ্বিতীয় দফার নির্বাচন পর্বে রাজ্যে তিনটি আসনে ভোট হচ্ছে। রাজ্যের স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে আজ বলেন, "মোটামুটি শান্তিতেই ভোটগ্রহণের প্রক্রিয়া চলছে। আমাদের তরফে চেষ্টার খামতি নেই। আজ সকাল 11টা পর্যন্ত পর্যন্ত রাজ্যের তিনটি আসনে ভোটদানের গড় হার 33 শতাংশ। দেখা যাক বাকি দিন কেমন যায়।"
দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ার 180 নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটারদের বুথের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বাইরের ভোটারদের বুথের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোটারদের মারধরেরও অভিযোগ ওঠে। এরপরই ক্ষুব্ধ ভোটাররা চোপড়ার হাতিঘিষা মোড় অবরোধ করেন।