পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুলে দেওয়া হল উলটোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখা - Kolkata

উলটোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখাটি খুলে দেওয়া হয়েছে । পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, উড়ালপুল মেরামত করতে প্রায় দু'মাস সময় লেগে যাবে ।

উলটোডাঙা উড়ালপুল

By

Published : Jul 11, 2019, 11:56 PM IST

উলটোডাঙা, 11 জুলাই : খুলে দেওয়া হল উলটোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখা । আজ রাত 9টা 50 মিনিটে উড়ালপুলের এই শাখাটি খুলে দেওয়া হয় । পাশাপাশি উলটোডাঙাগামী শাখাটি মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছে ।

9 জুলাই (মঙ্গলবার) উলটোডাঙা উড়ালপুলের পিলারে ফাটল নজরে আসে । উড়ালপুলে বসানো সেনসরের মাধ্যমে ফাটলটি ধরা পড়ে । সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল । EM বাইপাস হয়ে বিমানবন্দরগামী যান চলাচলের জন্য চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহারের নির্দেশ দেয় KMDA । তাছাড়া বিমানবন্দরগামী গাড়িগুলিকে AJC বোস রোড, APC রায় রোড, শ্যামবাজার 5 পয়েন্ট, RG কর রোড ও যশোর রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয় ।

আজ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, উড়ালপুল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দল । মোট আটটি জায়গায় ফাটল ধরা পড়েছে । সেই জায়গাগুলি মেরামত করে আজই চালু হবে উলটোডাঙা উড়ালপুল । এরপরই চালু হয় উড়ালপুলের এয়ারপোর্টগামী শাখা ।

ফিরহাদ হাকিম আরও বলেন, "উড়ালপুল মেরামত করতে প্রায় দু'মাস সময় লেগে যাবে । সেক্ষেত্রে বেইলি ব্রিজ তৈরি করা হবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details