আসানসোল, 28 মার্চ: বাংলা সিনেমার তিনি মহানায়িকা। তাঁকে নিয়ে বাঙালি আজও নস্টালজিক। আর লোকসভা নির্বাচনে তাঁকেই হাতিয়ার করলেন মেয়ে মুনমুন সেন। আসানসোল তৃণমূল প্রার্থী মুনমুন সেনের প্রচারের ব্যানারে ব্যবহার করা হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের ছবি। কয়েক হাজার ব্যানার তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আগামী কয়েক দিনের মধ্যে সেগুলো লাগানো হবে বিভিন্ন জায়গায়।
আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন মুনমুন সেন। বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়ে মায়ের কথা তুলে ধরছেন তিনি। তৃণমূলের তরফে ঠিক হয়েছে সুচিত্রা সেনের ছবি দিয়ে ব্যানার তৈরি করে তা ভোট প্রচারে নিয়ে আসা হবে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক হাজার ব্যানার তৈরি হয়েছে ইতিমধ্যেই। সুচিত্রা সেনের অভিনয় করা বিভিন্ন চরিত্রের মুখ এই ব্যানারে স্থান পেয়েছে। সাদাকালো ফোটোগ্রাফগুলি দিয়ে ডিজ়াইন করা হয়েছে ব্যানারগুলো।