পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল - গ্যাসের দাম বৃ্দ্ধি

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস ।

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jun 4, 2019, 12:21 PM IST

Updated : Jun 4, 2019, 2:12 PM IST

কলকাতা, 4 জুন: রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্যজুড়ে যৌথভাবে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস । গতকাল বেহালায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই ঘোষণা করেন ।

গত 30 মে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রীসভা । আর তার 48 ঘণ্টার মধ্যেই দাম বেড়েছে রান্নার গ্যাসের ।

ভিডিয়োয় দেখুন

একনজরে দেখে নেওয়া যাক দাম কত ছিল আর কত হয়েছে :

আগে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ছিল - 499 টাকা 29 পয়সা
এখন ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হয়েছে- 500 টাকা 52 পয়সা
অর্থাৎ দাম বেড়েছে - 1 টাকা 23 পয়সা

আগে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল- 738 টাকা 50 পয়সা
এখন ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হয়েছে- 763 টাকা 50 পয়সা
অর্থাৎ দাম বেড়েছে - 25 টাকা

পার্থবাবু বলেন, "নির্বাচনের আগে BJP সরকার জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্বাচনের আগেই সতর্ক করেছিলেন যে নির্বাচনের পর BJP সরকারে এলে সাধারণ মানুষের উপর নেমে আসবে "নতুন খড়গ "। নেত্রীর সেই কথাই প্রমাণিত হল । নতুন সরকার গঠনের পর আবার বেড়ে গেল রান্নার গ্যাসের দাম । শুধু তাই নয়, রাষ্ট্রায়ত্ত শিল্পকে ধ্বংস করার জন্য বিলগ্নিকরণ হবে । কর্মী ছাঁটাই করা হবে । যেখানে দেশে বেকারত্বের হার গত 45 বছরে সবচেয়ে বেশি সেখানে যারা চাকরিজীবী তাদের আবার ছাঁটাইয়ের পরিকল্পনা করছে নতুন সরকার । তাই তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে রাজ্যের সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিল করা হবে ।

তিনি ঘোষণা করেন ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূলের নেতা-কর্মীরা । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা উত্তর ও দক্ষিণ থেকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল যুব কংগ্রেস । কর্মী-সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষকেও তিনি মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ।

Last Updated : Jun 4, 2019, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details