কলকাতা, 21 জুলাই : কেউ এসেছেন বর্ধমান থেকে ৷ কেউ বা বাঁকুড়া থেকে ৷ গন্তব্য 21 জুলাইয়ের সমাবেশ ৷ কিন্তু, খুব জরুরি কাজ ছাড়া কলকাতায় আসা হয় না ৷ তাই ঘুরে দেখার সময়ও পান না ৷ আর তাই কলকাতায় ঘোরার সুযোগ হাতছাড়া করতে রাজি নন তৃণমল কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ অনেকেই দল বেঁধে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা গেছেন ৷ এদিকে আজ সকালে তৃণমূলের তরফে ঘোষণা করা হয় রবিবার হওয়াতে চিড়িয়াখানা বন্ধ । তাই ওদিকে কেউ যাবেন না । যদিও যথারীতি আজ চিড়িয়াখানা খোলা । আমাদের প্রতিনিধি চিড়িয়াখানা গিয়ে দেখেন সকাল থেকেই সেখানে লম্বা লাইন ৷
21-র ভিড় টানছে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা
21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে কলকাতা এসে ভিক্টোরিয়া, চিড়িয়াখানায় ঘুরে নিচ্ছেন তৃণমল কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷
গতরাত থেকেই দূর-দূরান্তের তৃণমল কর্মী-সমর্থকরা কলকাতায় এসেছেন ৷ ছিলেন সল্টলেকের সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম ,আলিপুরে ৷ আর আজ সকাল হতেই অনেকেই খাওয়া-দাওয়া সেরে সাত তাড়াতাড়ি বেরিয়েছেন । লক্ষ্য, সভায় যোগ দেওয়ার আগে কলকাতায় দর্শনীয় স্থানে ঘুরে নেওয়া ৷ এরকম একজন বর্ধমানের সুমিত্রা বাগ ৷ ভিক্টোরিয়া ঘোরার পর বললেন, "এখন একটু ঘুরে নিচ্ছি ৷" একই বক্তব্য খড়গপুরের কল্পনা পাত্রর ।
বাঁকুড়া থেকে দল বেঁধে এসেছেন হারাধন উপাধ্যায়, অলোক পান্ডে, পুতুল দুবেরা ৷ পুরো পরিকল্পনা করেই এসেছেন ৷ তাঁদের কথায়, "প্রথমে ভিক্টোরিয়ায় এসেছি ৷ তারপর সমাবেশে যাব ৷ দুপুর আড়াইটের সময় চিড়িয়াখানায় যাব আমরা ৷ সেখান থেকে বাড়ি ফিরে যাব ৷" বাঁকুড়রই পুতুল চট্টোপাধ্যায়ের বক্তব্য, "ইতিমধ্যেই ইডেন গার্ডেনস ঘুরে এসেছি ৷ এখন ভিক্টোরিয়া এসেছি ৷ তারপর ভারতীয় জাদুঘর দেখে সমাবেশে যাব ৷ "