কলকাতা, 8 জুলাই: কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন এক প্রোমোটার । তাঁর বিরুদ্ধে মানহানির এবং ফৌজদারি মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা ওয়ার্ড কাউন্সিলর শান্তনু সেন । কলকাতা হাইকোর্টে গতকাল 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন তিনি । শিয়ালদা আদালতে দায়ের করেছেন ফৌজদারি মামলা ।
লোকসভা ভোটে খারাপ ফলের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতানেত্রীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন । তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়েছে । অনেকেই কাটমানির অভিযোগ নিয়ে মুখ খুলছেন । তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগ করেছেন সিঁথির প্রোমোটার সুমন্ত চৌধুরি ।