পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

42 লাখ টাকার কাটমানি নেওয়ার অভিযোগের পালটা 10 কোটির মানহানির মামলা - Cut Money

কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন এক প্রোমোটার । তাঁর বিরুদ্ধে মানহানির এবং ফৌজদারি মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা ওয়ার্ড কাউন্সিলর শান্তনু সেন । কলকাতা হাইকোর্টে 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন তিনি ।

কলকাতা হাইকোর্ট

By

Published : Jul 8, 2019, 5:07 AM IST

কলকাতা, 8 জুলাই: কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন এক প্রোমোটার । তাঁর বিরুদ্ধে মানহানির এবং ফৌজদারি মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা ওয়ার্ড কাউন্সিলর শান্তনু সেন । কলকাতা হাইকোর্টে গতকাল 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন তিনি । শিয়ালদা আদালতে দায়ের করেছেন ফৌজদারি মামলা ।

লোকসভা ভোটে খারাপ ফলের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতানেত্রীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন । তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়েছে । অনেকেই কাটমানির অভিযোগ নিয়ে মুখ খুলছেন । তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগ করেছেন সিঁথির প্রোমোটার সুমন্ত চৌধুরি ।

সাংসদ শান্তনু কলকাতা পৌরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও । তিনি আগে ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । প্রোমোটারের অভিযোগ, 2012 সাল থেকে দফায় দফায় প্রায় 42 লাখ টাকা কাটমানি নিয়েছেন শান্তনু । 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন তিনি ওই টাকা নিয়েছেন । সুমন্ত জানান, আগে তিনি এবিষয়ে কোথাও কিছু বলার সাহস পাননি । তবে বিষয়টি নিয়ে খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হওয়ায় তিনি সাহস পেয়ে মুখ খুলতে পেরেছেন ।

প্রোমোটারের এই অভিযোগ আগেই ভিত্তিহীন বলে দাবি করেছিলেন শান্তনু । এবার তাঁর বিরুদ্ধে মানহানির এবং ফৌজদারি মামলা দায়ের করলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details