কলকাতা, 20 জুন : মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি । এর জেরে ডাউন লাইনে দমদম থেকে শ্যামবাজার পর্যন্ত 36 মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল । অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা ।
ফের মেট্রোয় ঝাঁপ, অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগ - Kolkata Metro
ডাউন লাইনে দমদম থেকে শ্যামবাজার পর্যন্ত 36 মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে । পরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ।
ছবিটি প্রতীকী
আজ সকাল 9 টা 33 মিনিট নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শ্যামবাজারে ঢুকছিল । সেই সময় মাঝ বয়সি এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ মারেন । থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় । আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অমিয়কুমার মণ্ডল । তিনি নোয়াপাড়ার বাসিন্দা । আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি ।
Last Updated : Jun 20, 2019, 1:58 PM IST