পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5 হাজার টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee

সরকারের কাছে নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বছরে 5 হাজার টাকা অনুদান দেওয়া হবে । আজ বিধানসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী

By

Published : Jul 10, 2019, 6:01 PM IST

কলকাতা, 10 জুলাই : সরকারি খাতায় নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বার্ষিক 5 হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার । তবে সেগুলির বয়স এক বছরের বেশি হতে হবে । আজ বিধানসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেজন্য সরকারের অতিরিক্ত 500 কোটি টাকা খরচ হবে ।

2011 সালে রাজ্যে 4 লাখ 72 হাজার স্বনির্ভর গোষ্ঠী ছিল । 2019 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 9 লাখ 69 হাজার । একইরকমভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়া ঋণের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে । সরকারের হিসেব অনুযায়ী, 2011-12 সালে মোট ঋণের পরিমাণ ছিল 553 কোটি টাকা । যা 2018-19 সালে বেড়ে হয়েছে 7 হাজার কোটি । অর্থাৎ ঋণের পরিমাণ 12 গুণেরও বেশি বেড়েছে ।

সরকারি তথ্যানুযায়ী, রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে 98 শতাংশেরও বেশি মহিলা পরিচালিত । স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার জন্য বার্ষিক 5 হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details