পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

70 শতাংশ সংখ্যালঘু ছাত্রছাত্রী থাকলেই স্কুলে ডাইনিং হল, রাজ্যকে আক্রমণ BJP-র

সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে 70 শতাংশের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রী থাকলেই তৈরি হবে ডাইনিং হল । ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গেছে নির্দেশিকা ।

By

Published : Jun 28, 2019, 12:16 PM IST

70 শতাংশ সংখ্যালঘু ছাত্রছাত্রী থাকলেই স্কুলে ডাইনিং হল

কলকাতা, 28 জুন : রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত। সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে 70 শতাংশের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রী থাকলেই তৈরি হবে ডাইনিং হল । ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গেছে নির্দেশিকা । কোচবিহার জেলায় জেলাশাসক জেলা শিক্ষা আধিকারিক, DI-দের এমন স্কুলগুলির তালিকা জমা দিতে বলেছেন । এই নির্দেশিকার কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে BJP । তাদের অভিযোগ, এটাও সরকারের বিভাজনের রাজনীতির একটা বড় উদাহরণ ‌।

যদিও সরকারের তরফে জানা গেছে, পুরো প্রকল্পটি নিয়েছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর । এই দপ্তর এর আগেও সংখ্যালঘু ছাত্রছাত্রী অধ্যুষিত স্কুলগুলির উন্নয়নে নানা সাহায্য করেছে । এই ধরনের স্কুলগুলিকে বিশেষ সাহায্য করেছে ওই দপ্তর। সেভাবেই মানরিটি অ্যাফেয়ারস অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট ( MAMED)-র বিশেষ সচিব ১৪ জুন জারি করেন একটি নির্দেশিকা । যার মেমো নম্বর 1173MD/ 15011/10/2017 । সেই নির্দেশিকার সূত্র ধরেই সব জেলার জেলাশাসক জেলার স্কুল দপ্তরের আধিকারিকদের কাছ থেকে নির্দিষ্ট বয়ানে তালিকা চেয়েছেন স্কুলের । সেখানে চিহ্নিত করতে বলা হয়েছে 70 শতাংশ সংখ্যালঘু ছাত্রছাত্রী থাকা স্কুলগুলিকে । সেই স্কুলগুলোতে তৈরি হবে ডাইনিং হল । কোচবিহারের জেলাশাসক আজকের (28 জুন) মধ্যে সেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

এই নির্দেশিকার কথা জানার পর BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “এই সরকারটাই ধর্মান্ধ সরকার । সর্বত্র শুধু বিভাজনের রাজনীতি করছে । তার ফলও পেতে শুরু করেছে এই সরকার । দার্জিলিঙে ভাষার ভিত্তিতে বিভাজনের চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী । শেরপা, গোর্খা সহ বিভিন্ন জনজাতিতে ভাগ করার চেষ্টা করেছিলেন পাহাড়কে । তার ফল উনি লোকসভা ভোটে হাতেনাতে পেয়েছেন । এর আগেও শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার । এভাবেই সব ক্ষেত্রে বিভাজনের রাজনীতি চলছে । যার ফল উনি দ্রুত পেয়ে যাবেন । আর এখন যেটা হচ্ছে সেটা পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ।"

ABOUT THE AUTHOR

...view details