পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতালের গেট থেকে রড চুরি, জানে না কর্তৃপক্ষ - kolkata

হাসপাতাল গেটের থেকে চুরি হয়েছে একাধিক রড। ঘটনাটি নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের (NRS)। এই বিষয়ে গতকাল হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়াররা আমাদের এই বিষয়ে কিছু জানায়নি।"

হাসপাতালের গেট থেকে রড চুরি

By

Published : Mar 27, 2019, 5:52 AM IST

কলকাতা, ২৭ মার্চ : হাসপাতাল গেটের থেকে চুরি হয়েছেএকাধিক রড। ঘটনাটি নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের (NRS)। বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতাল থেকে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই তালিকায় রয়েছে SSKM হাসপাতালও। রাজ্যের সেরা হিসাবে পরিচিত এই হাসপাতাল থেকে AC মেশিনের তারও চুরি হয়েছে।

হাসপাতালের গেটের একাধিক রড উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে গতকাল। গেটের কাছেই রয়েছে হাসপাতালের প্রশাসনিক ভবন। বিভিন্ন সরকারি হাসপাতালে রাজ্য সরকারের সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে NRS হাসপাতালে নতুন গেট লাগানো হয়েছিল। কিন্তু ইতিমধ্যে সেই গেট থেকে ১০টি গেট চুরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়নি। এই বিষয়ে গতকাল হাসপাতালের MSVP (মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়াররা আমাদের এই বিষয়ে কিছু জানায়নি।" প্রসঙ্গত, হাসপাতালের পূর্ত বিভাগের সিভিল শাখা গেটটি রক্ষণাবেক্ষণ করে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details