কলকাতা, 27 জুন : ব্যাঙ্ক প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী । অ্যাকাউন্ট থেকে খোয়া গেল 88 লাখ টাকা । ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের ব্যাঙ্ক দুর্নীতি দমন শাখা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও কিনারা হয়নি।
পুলিশ সূত্রে খবর, ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী থাকেন প্রগতি ময়দান থানা এলাকায় । 18 থেকে 25 জুনের মধ্যে তিনি পরপর মেসেজ পান যে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে টাকা । সব মিলিয়ে মোট 88 লাখ। তিনি তৎক্ষণাৎ যোগাযোগ করেন প্রগতি ময়দান থানায়। সেখান থেকে লালবাজারের গোয়েন্দা বিভাগে। তদন্তকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী অ্যাকাউন্ট সংক্রান্ত একটি মেসেজ পেয়েছিলেন মোবাইলে । নিজে ব্যাঙ্কে দীর্ঘদিন কাজ করার পরও ভুলটা করে ফেলেন । উত্তর দেন সেই মেসেজের ।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওই মেসেজের উত্তর দিয়েই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হ্যাকারদের হাতে তুলে দিয়েছেন তিনি । সেই তথ্য পাওয়ার পরেই গায়েব হয়েছে টাকা । গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন লালবাজারের সিনিয়র অফিসাররা । যদিও এখনও পর্যন্ত কোথা থেকে এই টাকা গায়েব হয়েছে তা বোঝা যায়নি ।
জানা গেছে, কিছুদিন আগে ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীর মোবাইলে একটি UPI অ্যাপের লিঙ্ক আসে । সেই লিঙ্ক ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করেন তিনি । তখন একটি মেসেজ আসে । ফোনটি চলে যায় ফ্লাইট মোডে । সেখান থেকে সাধারণ মোডে ফোনটি নিয়ে আসার পরেই একটি ফোন আসে তাঁর কাছে । বলা হয়, যে মেসেজটি গেছে, সেটি একটি নির্দিষ্ট নম্বরে পাঠাতে । আর তা পাঠানোর পরই তুলে নেওয়া হয় টাকা ।
জনগণকে সজাগ হওয়ার আবেদন জানিয়ে কলকাতা পুলিশের বক্তব্য, সঠিকভাবে যাচাই না করে কোনও লিঙ্ক ক্লিক করবেন না । কোনও অ্যাপস ডাউনলোড করতে হলে বিশ্বাসযোগ্য নির্দিষ্ট জায়গা থেকেই করুন । সন্দেহজনক কিছু এলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন ।