পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্ঘটনা ঘটিয়ে আমায় মারার চেষ্টা করেছিল পুলিশ : রাকেশ - police

ভোটের আগের সন্ধ্যায় অশান্তি শুরু হয়ে গেল দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের স্পর্শকাতর বন্দর এলাকায় । সদ্য BJP-তে যোগ দেওয়া রাকেশ সিং জনা তিরিশ BJP কর্মীকে নিয়ে ঘিরে রাখে দুই পুলিশকর্মীকে ।

রাকেশ

By

Published : May 18, 2019, 11:53 PM IST

Updated : May 19, 2019, 12:12 AM IST

কলকাতা, ১৮ মে : আশঙ্কাটা ছিলই । ভোটের আগের সন্ধ্যায় অশান্তি শুরু হয়ে গেল দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের স্পর্শকাতর বন্দর এলাকায় । সদ্য BJP-তে যোগ দেওয়া রাকেশ সিং জনা তিরিশ BJP কর্মীকে নিয়ে ঘিরে রাখে দুই পুলিশকর্মীকে । BJP কর্মীদের করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই দুই পুলিশকর্মীর ফোন নিয়ে টানাটানি চলছে ।

অন্যদিকে রাকেশ সিংয়ের অভিযোগ, দুর্ঘটনা ঘটিয়ে তাকে পুলিশ মারার চেষ্টা করছে । তিনি বলেন, "আমি বাড়ি থেকে বেরোনোর পর এই দুই পুলিশকর্মী আমার পিছু নেয় । এদের পিছনে প্রায় 50-60 জন ছিল । আমাকে দুর্ঘটনা ঘটিয়ে মারার চেষ্টায় ছিল ওরা । তারপর BJP কর্মীদের নিয়ে আমরা এদের ধরেছি । মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় ভোট করতে না দেওয়ার চেষ্টা করতেই এই কাজ করিয়েছে । আমি তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছি ।"

BJP কর্মীরা ওই দুই পুলিশকর্মীকে ঘিরে ধরে ভিডিয়ো করছিল । অভিযোগ, সেই সময় ওই দুই পুলিশ কর্মী ফোন করতে গেলে তাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চলতে থাকে । ওয়াটগঞ্জ থানার ওই দুই পুলিশকর্মীকে নিগ্রহ করা হয় শারীরিক ভাবে । পরে আরও পুলিশ এসে ওই দুই পুলিশকর্মীকে উদ্ধার করে । ঘটনায় তিন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । এদিকে, পুলিশের দাবি রাকেশ সিং পলাতক ।

Last Updated : May 19, 2019, 12:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details