পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইনজীবীদের কর্মবিরতির জের, আগাম জামিনের আবেদন জানাতে পারলেন না রাজীব কুমার - cbi

আইনজীবীদের কর্মবিরতির জেরে আগাম জামিনের আবেদন জানাতে পারলেন না রাজীব কুমার । আগামী সোমবার ফের বারাসতে যাবেন তিনি ।

রাজীব কুমার

By

Published : May 18, 2019, 11:04 PM IST

কলকাতা, 18 মে : ইতিমধ্যেই রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়েছে সুপ্রিমকোর্ট । তবে তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে । এর মধ্যে তিনি নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নার বেঞ্চ ।

প্রসঙ্গত রাজীব কুমার চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে সহযোগিতা করছেন না বলে সুপ্রিমকোর্টে জানিয়েছিল CBI ।

সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে যে SIT গঠন করা হয়েছিল তার মাথায় ছিলেন রাজীব । তার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাঁকে একাধিকবার সমন পাঠায় CBI । কিন্ত তিনি সাড়া দেননি । এরপর 3 ফেব্রুয়ারি CBI-এর একটি টিম রাজীব কুমারের বাড়িতে গেছিল জিজ্ঞাসাবাদের জন্য । যেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয় রাজনৈতিক মহল । এরপর সুপ্রিমকোর্ট রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় ।


এদিকে 23 দিন ধরে রাজ্যের আদালতগুলিতে আইনজীবীদের কর্মবিরতি চলছে । তাই আগামী সোমবার বারাসতে ফের যেতে পারেন রাজীব কুমার।

ABOUT THE AUTHOR

...view details