কলকাতা, 17 জুলাই : আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । পাশাপাশি, আজ দুপুরের পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এর জেরে দিনের তাপমাত্রা বিশেষ কমবে না ।
আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে না তাপমাত্রা - Thunderstorm
আজ বিকেল-সন্ধ্যা করে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হবে । তবে কমবে না তাপমাত্রা ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের পাদদেশ থেকে নিম্নচাপ অক্ষরেখা নিচের দিকে নেমে এসেছে । এর ফলে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । বিশেষত, নদিয়া, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে । উপকূলীয় জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, নিম্নচাপ অক্ষরেখা নিচের দিকে আসায় আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, দুপুরের পর বৃষ্টির ফলে দিনে গরম থেকে রেহাই মিলবে না । সর্বোচ্চ তাপমাত্রা 36-37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে ।