পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেতন বৃদ্ধির দাবিতে অনশনে বসবেন প্রাথমিক শিক্ষকরা

ভারতের অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও একই স্কেলে বেতন দিতে হবে । এই দাবিতে অনশনে বসছেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা ।

ফাইল ফোটো

By

Published : Jul 9, 2019, 6:51 AM IST

কলকাতা, 9 জুলাই : বেতন বৃদ্ধির দাবিতে 15 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসতে চলেছেন প্রাথমিক শিক্ষকরা । চাকরির দাবিতে সেই অনশনে শামিল হবেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (PTTI) সার্টিফিকেট থাকা ছাত্রছাত্রীরাও ।

ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেনড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানান, ন্যূনতম যোগ্যতা অনুসারে দেশের অন্য রাজ্যে যে স্কেলে বেতন দেওয়া হয়, তা পশ্চিমবঙ্গে মানা হয় না । প্রাথমিক স্কুলের শিক্ষকদের অন্য রাজ্যের মতো ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো চালুর জন্য একাধিকবার দাবি করা হয়েছে । কিন্তু কাজ হয়নি । গত ফেব্রুয়ারিতে বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে । কিন্তু তারপরেও বেতন না বাড়ায় তাঁরা অনশনে বসতে চলেছেন ।

কিন্তু, PTTI সার্টিফিকেট প্রাপ্ত চাকরিপ্রার্থীরা কী দাবিতে অনশন করবেন ? পিন্টু জানান, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা হওয়ার জন্য প্রশিক্ষণের প্রয়োজন । 2005-06 সাল পর্যন্ত NCTE-র অনুমোদন না থাকায় রাজ্যের PTTI ছাত্রছাত্রীদের সার্টিফিকেট অবৈধ বলে ধরা হয়েছিল । পরে কেন্দ্র আইন পরিবর্তন করে রাজ্যের PTTI সার্টিফিকেটকে বৈধতা দেয় । 2011 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, PTTI ছাত্রছাত্রীদের আগামী তিন বছরে ধাপে ধাপে নিয়োগ করা হবে । মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখেননি । একাধিকবার আন্দোলন করলেও ফল মেলেনি । তাই বাধ্য হয়ে অনশনের পথ বেছে নিয়েছেন PTTI সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা । পিন্টুর দাবি, অনশনে রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক ও PTTI ছাত্র-ছাত্রীরা শামিল হবেন ।

কোথায় অনশন হবে তা নিয়েও পুলিশ টালবাহানা করেছে বলে অভিযোগ । পিন্টুর বক্তব্য, "ওয়াই চ্যানেলে অনশনে বসতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল । 21 জুলাইয়ের কারণ দেখিয়ে তা বাতিল করে দেয় লালবাজার । রানি রাসমণি রোডে অনশনে বসার অনুমতি দেওয়া হলেও পরে ফোন করে বলা হয়, কলকাতার কোথাও অনশনের জন্য জায়গা দেওয়া যাবে না । উপরমহল থেকে নির্দেশ রয়েছে । যোগাযোগ ভবনের সামনে অনশনে বসার প্রস্তাবও নাকচ হয় । সারা রাজ্য থেকে যেভাবে প্রাথমিক শিক্ষকরা এগিয়ে আসছে, তাতে ওরা (প্রশাসন) ভীত ।" শেষপর্যন্ত সল্টলেকে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অনশনে বসার ছাড়পত্র মিলেছে ।

অনশনে বসার কর্মসূচি নিলেও আলোচনার রাস্তা খোলা রয়েছে বলে জানান পিন্টু । তিনি বলেন, "শিক্ষামন্ত্রীকে আমরা চিঠি লিখে জানিয়েছি, আপনি যদি প্রতিশ্রুতি পূরণ না করতে পারেন, তাহলে আলোচনার রাস্তাও খোলা আছে ।"

ABOUT THE AUTHOR

...view details