কলকাতা ১৮ এপ্রিল : ভারতী ঘোষের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক প্রদীপ রথের জামিন মঞ্জুর করল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গতকাল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটির শুনানি ছিল। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ প্রদীপবাবুর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। শর্ত হিসেবে তদন্ত চলাকালীন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও থানাতেই ঢুকতে পারবেন না প্রদীপবাবু। শুধুমাত্র তদন্তের স্বার্থে তাঁকে ডাকা হলে তবেই তিনি যাবেন।
আলিপুরদুয়ার থেকে প্রদীপবাবুকে চলতি বছরের 9 ফেব্রুয়ারি গ্রেপ্তার করে CID। প্রদীপবাবু আলিপুরদুয়ার পুলিশ সুপারের স্পেশাল অপারেশন গ্রুপের সাব অফিসার ইনচার্জ পদে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীর সঙ্গে ষড়যন্ত্র করে পুলিশের ইমেল হ্যাক করে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি "সানডে গার্ডিয়ান" বলে একটি পত্রিকাকে দেন। তাঁর বিরুদ্ধে CID 409, 167, 168, 120b ধারায় মামলা দায়ের করে।