কলকাতা, ২৭ মার্চ: ধর্মতলায় ২৮ দিন ধরে অনশন করে চলা SSC চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে গিয়ে সহমর্মিতা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একই দিনে স্বচ্ছতার সঙ্গে দ্রুত আপার প্রাইমারিতে নিয়োগের দাবিতে আজ সুবোধ মল্লিক স্ক্যয়ারের সামনে ফুটপাতে অনশন কর্মসূচিতে বসা প্রার্থীদের জোর করে তুলে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, সন্ধে সাতটা নাগাদ পুলিশ ও স্থানীয় কাউন্সিলর দলবল নিয়ে এসে জোর করে তুলে দেন তাঁদের। পুলিশ সাতজনকে আটক করেছে বলে জানা গেছে।
পুলিশ ও ক্যাডার দিয়ে তুলে দেওয়া হল আপার প্রাইমারির আন্দোলনকারীদের ? - agitation
দ্রুত আপার প্রাইমারিতে নিয়োগের দাবিতে গতকাল সুবোধ মল্লিক স্ক্যয়ারের সামনে ফুটপাতে অনশন কর্মসূচিতে বসা প্রার্থীদের জোর করে তুলে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
বার বার বিভিন্ন স্তরে নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এমনকি, দ্বিতীয় ফেজ় ভেরিফিকেশনের সময় বহু প্রার্থী অভিযোগ তুলেছিলেন, তাঁদের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও একই ক্যাটাগরি ও একই বিষয়ে ডাক পেয়েছেন অনেকে। এই নিয়ে একাধিক কেসও হয়েছে হাইকোর্টে। তাই এই প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য প্রাপ্ত নম্বর সহ প্রথম ও দ্বিতীয় ভেরিফিকেশনের তালিকা প্রকাশের দাবি তুলেছিলেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী প্রাইমারি প্রার্থী মৌমিতা ঘোষ বলেন, "সরকার আমাদের দাবি মানতে নারাজ। তাই আমরা আপার প্রাইমারির TET উত্তীর্ণ প্রার্থীরা সকাল ১১টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত সুবোধ মল্লিক স্ক্যয়ারে অনশন কর্মসূচিতে বসেছিলাম। পুলিশ দিয়ে আমাদের তোলার চেষ্টা হয়েছে। সেটা করতে না পারায় পার্টি ক্যাডার সহ স্থানীয় কাউন্সিলর এসে গায়ের জোরে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে, আজ পরিস্থিতির চাপে উঠে যেতে বাধ্য হলেও পরে আবার সংঘবদ্ধ হয়ে আন্দোলন করব।"