কলকাতা, ২০ ফেব্রুয়ারি : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম মধুমিতা দাস (৬২)। বেলেঘাটা ID হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে সোয়াইন ফ্লুর কথা স্বীকার করেছে।
কেষ্টপুরের বাসিন্দা ওই বৃদ্ধা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তারই মধ্যে তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হন। মৃতের ছেলে দীপন বলেন, "কিডনির সমস্যার জন্য মায়ের নিয়মিত ডায়ালিসিস করানো হত। শারীরিক অবস্থার অবনতি হলে মাকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অপর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।"