কলকাতা, 13 জুলাই : তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আর সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় । তাই প্রশান্ত কিশোরের ডাক পড়েছে । এই দাবি করলেন BJP নেতা মুকুল রায় ।
আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন মুকুল । সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আর পারছি না । তাই প্রশান্ত কিশোরকে স্থলাভিষিক্ত করা হয়েছে ।" প্রশান্তকে কোন পদে বসানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তৃণমূলের তরফেও এবিষয়ে মুখ খোলা হয়নি । এনিয়ে মুকুল বলেন, "কিশোর কোনও পদাধিকারী নাকি উপদেষ্টা ? প্রশান্ত বলেছেন, তাঁকে CSR ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে । রাজনৈতিক দলের আবার CSR ফান্ড কী ? CSR ফান্ড কর্পোরেট কম্পানির থাকে । তাহলে তৃণমূল একটি কর্পোরেট কম্পানি ।"