পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

107 জন বিধায়ক BJP-তে আসছেন : মুকুল

মুকুল রায় দাবি করেন, আরও 107 জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন । তাঁদের মধ্যে অধিকাংশই তৃণমূল বিধায়ক ।

মুকুল

By

Published : Jul 13, 2019, 4:06 PM IST

Updated : Jul 13, 2019, 5:18 PM IST

কলকাতা, 13 জুলাই : তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আর সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় । তাই প্রশান্ত কিশোরের ডাক পড়েছে । এই দাবি করলেন BJP নেতা মুকুল রায় ।

আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন মুকুল । সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আর পারছি না । তাই প্রশান্ত কিশোরকে স্থলাভিষিক্ত করা হয়েছে ।" প্রশান্তকে কোন পদে বসানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তৃণমূলের তরফেও এবিষয়ে মুখ খোলা হয়নি । এনিয়ে মুকুল বলেন, "কিশোর কোনও পদাধিকারী নাকি উপদেষ্টা ? প্রশান্ত বলেছেন, তাঁকে CSR ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে । রাজনৈতিক দলের আবার CSR ফান্ড কী ? CSR ফান্ড কর্পোরেট কম্পানির থাকে । তাহলে তৃণমূল একটি কর্পোরেট কম্পানি ।"

এই সংক্রান্ত আরও খবর :শুভ্রাংশুকে দলে রাখতে পারবেন তো ? মুকুলকে প্রশ্ন অভিষেকের

মুকুল দাবি করেন, তৃণমূল কংগ্রেস সহ অন্য দলের অনেক বিধায়ক BJP-তে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে । তাঁর কথায়, "রাজ্যের আরও 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । অধিকাংশই তৃণমূল বিধায়ক ।" কিন্তু, কাঁচরাপাড়ার কাউন্সিলররা BJP-তে আসার পর ফের তৃণমূলে ফিরে গেছেন । তাতে দলের কি কোনও ক্ষতি হল ? এনিয়ে মুকুল বলেন, "কেউ ফিরে যেতেই পারেন । দলের কিছু যায় আসে না । এক্ষেত্রে রণনীতি ও রণকৌশল খুব গুরুত্বপূর্ণ ।"

এই সংক্রান্ত আরও খবর :তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ

Last Updated : Jul 13, 2019, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details