পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 24, 2019, 11:27 PM IST

Updated : May 25, 2019, 4:09 AM IST

ETV Bharat / state

DA নিয়ে ক্ষোভ ? 41 কেন্দ্রে তৃণমূল থেকে মুখ ফেরাল সরকারি কর্মীরা !

নির্বাচনের ফলাফল বলছে, ভোটের ডিউটি করতে যাওয়া প্রায় এক লাখ সরকারিকর্মী পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দিয়েছিলেন তা তৃণমূলের পক্ষে যায়নি ।

মমতা ব্যানার্জি

কলকাতা, 24 মে : এবার কি রাজ্য সরকারি কর্মচারীরা মুখ ফিরিয়ে নিল তৃণমূল থেকে ? অন্তত লোকসভা নির্বাচনের ফলাফল তারই ইঙ্গিত দিচ্ছে । ফলাফল বলছে, ভোটের ডিউটি করতে যাওয়া প্রায় এক লাখ সরকারিকর্মী পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দিয়েছিলেন তা তৃণমূলের পক্ষে যায়নি । দক্ষিণ কলকাতা ছাড়া বাকি 41টি কেন্দ্রেই পোস্টাল ব্যালটে পরাজিত তৃণমূল । সেখানেও BJP-র জয়জয়কার ।

কিন্তু কেন এই পরিস্থিতি ?

দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের বকেয়ার জন্য দাবি করে আসছিলেন । বিশেষ করে বকেয়া DA নিয়ে রীতিমতো ফুঁসছেন সরকারি কর্মীরা । তার উপর সপ্তম পে-কমিশন কার্যকর না হওয়ার বিষয়টিও রয়েছে । রাজ্যের কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক বিজয় শংকর সিনহা এপ্রসঙ্গে বলেন, "বকেয়া DA লাফিয়ে লাফিয়ে বাড়ছে । তার উপরে সপ্তম পে-কমিশন কার্যকর হচ্ছে না । সরকারি কর্মীদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক । আর তার প্রতিফলন পোস্টাল ব্যালটে পড়বেই । শুধু তাই নয়, ঠিক করে খোঁজ নিন, যারা পোস্টাল ব্যালটে ভোট দেননি তাঁরা কোথায় ভোট দিয়েছেন ?"

কার্যত রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে তারই প্রতিফলন দেখা গেল । পোস্টাল ব্যালট রাজ্য সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পুরো ভোটটা BJP-তে চলে যাওয়ায় এক লাফে বেড়েছে BJP-র ভোট সংখ্যা । উল্লেখ্য, DA-র কথা বলা হলে বহুবার চটেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । অসংলগ্ন কিছু কথাও বলেছিলেন । এমন কী, "ঘেউ ঘেউ করবেন না" বলেও কটাক্ষ করেছিলেন সরকারি কর্মীদের । ভোট বাক্সে তারই প্রতিফলন ঘটল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।


এক নজরে দেখে নিন কয়েকটি কেন্দ্রে পোস্টাল ব্যালটে প্রাপ্ত মোট ভোটসংখ্যা :

কেন্দ্র
আলিপুরদুয়ার

BJP- 3016

তৃণমূল কংগ্রেস- 930

RSP- 151

কংগ্রেস -148


আরামবাগ

তৃণমূল কংগ্রেস - 316

কংগ্রেস- 34

BJP- 1032
CPI(M)- 147


আসানসোল
CPI(M)-55
BJP- 651

কংগ্রেস -19

তৃণমূল কংগ্রেস- 157

বহরমপুর

কংগ্রেস- 1526

তৃণমূল কংগ্রেস- 524

RSP- 20
BJP- 1807


বালুরঘাট

তৃণমূল কংগ্রেস- 561
কংগ্রেস- 85

RSP-73

BJP- 1740

বনগাঁ

CPI(M)- 126
তৃণমূল কংগ্রেস- 646
BJP- 2385

কংগ্রেস-66


বাঁকুড়া

CPI(M)- 268

তৃণমূল কংগ্রেস- 864
BJP- 3117

বারাসত

তৃণমূল কংগ্রেস- 625
BJP- 1180

কংগ্রেস-41
ফরওয়ার্ড ব্লক - 251

বর্ধমান-দুর্গাপুর

BJP-926
CPI(M)-226

তৃণমূল কংগ্রেস- 326
কংগ্রেস- 35

বর্ধমান পূর্ব

CPI(M)- 152
BJP- 825

কংগ্রেস- 46

তৃণমূল কংগ্রেস-344


ব্যারাকপুর

BJP- 1504
CPI(M)- 102
তৃণমূল কংগ্রেস- 267
কংগ্রেস- 32

বসিরহাট

কংগ্রেস- 46

তৃণমূল কংগ্রেস- 158
CPI- 38
BJP- 604

বীরভূম


কংগ্রেস- 95
CPI (M)- 90
BJP- 1438

তৃণমূল কংগ্রেস- 651

বিষ্ণুপুর


কংগ্রেস 72

CPI(M) 117

BJP 2115

তৃণমূল কংগ্রেস 412

বোলপুর


কংগ্রেস 107

তৃণমূল কংগ্রেস 730

BJP 1324

CPIM 133

কোচবিহার

তৃণমূল কংগ্রেস 1024
ফরোয়ার্ড ব্লক 162

BJP 2960

কংগ্রেস 128

দার্জিলিং

তৃণমূল কংগ্রেস 831

BJP 5410
কংগ্রেস 442

CPI(M) 78

ডায়মন্ড হারবার

তৃণমূল কংগ্রেস 402
BJP 486

CPI(M) 108

কংগ্রেস 9

দমদম

CPI(M) 341

BJP 790

তৃণমূল কংগ্রেস 355

কংগ্রেস 31

কেন্দ্র ঘাটাল

তৃণমূল কংগ্রেস 552

কংগ্রেস 46

CPI 117

BJP 1463

হুগলি

কংগ্রেস 45

CPI(M) 259

তৃণমূল কংগ্রেস 604

BJP 1417

হাওড়া

তৃণমূল কংগ্রেস 212

বিজেপি 560

কংগ্রেস 19

CPI(M) 126


যাদবপুর

BJP 623

CPI(M) 704

তৃণমূল কংগ্রেস 699


জলপাইগুড়ি

BJP 2339

তৃণমূল কংগ্রেস 594

CPI(M) 112

কংগ্রেস 74

জঙ্গিপুর

কংগ্রেস 282

তৃণমূল কংগ্রেস 320
BJP 909
CPI(M) 51

ঝাড়গ্রাম

BJP 3210

CPI(M) 301

তৃণমূল 1250
কংগ্রেস 42

জয়নগর

BJP 387

কংগ্রেস 12

তৃণমূল কংগ্রেস 268

RSP 33


কাঁথি

তৃণমূল কংগ্রেস 639
কংগ্রেস 62

বিজেপি 1588

CPI(M) 183


কলকাতা দক্ষিণ

BJP 841

তৃণমূল কংগ্রেস 931

কংগ্রেস 82

CPI(M) 505

কলকাতা উত্তর

তৃণমূল কংগ্রেস 401

CPI(M) 232

BJP 489

কংগ্রেস 21

কৃষ্ণনগর

কংগ্রেস 189

BJP 3406

CPI(M) 206

তৃণমূল কংগ্রেস 1220

মালদা দক্ষিণ

কংগ্রেস 730

তৃণমূল কংগ্রেস 979
BJP 2045

মালদা উত্তর

কংগ্রেস 306

BJP 1726

CPI(M) 86

তৃণমূল কংগ্রেস 719

মথুরাপুর

কংগ্রেস 25

তৃণমূল কংগ্রেস 365

CPI(M) 45

BJP 587

মেদিনীপুর

BJP 2184

CPI 87

তৃণমূল কংগ্রেস 509
কংগ্রেস 38

মুর্শিদাবাদ

তৃণমূল কংগ্রেস 322
কংগ্রেস 208

CPI(M) 131

BJP 1064

পুরুলিয়া

BJP 2091

কংগ্রেস 111
ফরোয়ার্ড ব্লক 141

তৃণমূল কংগ্রেস 590

রায়গঞ্জ

তৃণমূল কংগ্রেস 1809
কংগ্রেস 202

BJP 1790

CPI(M) 725

রানাঘাট

BJP 3486

CPI(M) 309

কংগ্রেস 119
তৃণমূল কংগ্রেস 1089

শ্রীরামপুর

তৃণমূল কংগ্রেস 476
CPI(M) 231

BJP 898

কংগ্রেস 35

তমলুক

তৃণমূল কংগ্রেস 792

কংগ্রেস 47

BJP 1424

CPI(M) 267

উলুবেড়িয়া

BJP 570

CPI(M) 165

তৃণমূল কংগ্রেস 328

কংগ্রেস 13

Last Updated : May 25, 2019, 4:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details