কলকাতা, 24 মে : এবার কি রাজ্য সরকারি কর্মচারীরা মুখ ফিরিয়ে নিল তৃণমূল থেকে ? অন্তত লোকসভা নির্বাচনের ফলাফল তারই ইঙ্গিত দিচ্ছে । ফলাফল বলছে, ভোটের ডিউটি করতে যাওয়া প্রায় এক লাখ সরকারিকর্মী পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দিয়েছিলেন তা তৃণমূলের পক্ষে যায়নি । দক্ষিণ কলকাতা ছাড়া বাকি 41টি কেন্দ্রেই পোস্টাল ব্যালটে পরাজিত তৃণমূল । সেখানেও BJP-র জয়জয়কার ।
কিন্তু কেন এই পরিস্থিতি ?
দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের বকেয়ার জন্য দাবি করে আসছিলেন । বিশেষ করে বকেয়া DA নিয়ে রীতিমতো ফুঁসছেন সরকারি কর্মীরা । তার উপর সপ্তম পে-কমিশন কার্যকর না হওয়ার বিষয়টিও রয়েছে । রাজ্যের কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক বিজয় শংকর সিনহা এপ্রসঙ্গে বলেন, "বকেয়া DA লাফিয়ে লাফিয়ে বাড়ছে । তার উপরে সপ্তম পে-কমিশন কার্যকর হচ্ছে না । সরকারি কর্মীদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক । আর তার প্রতিফলন পোস্টাল ব্যালটে পড়বেই । শুধু তাই নয়, ঠিক করে খোঁজ নিন, যারা পোস্টাল ব্যালটে ভোট দেননি তাঁরা কোথায় ভোট দিয়েছেন ?"
কার্যত রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে তারই প্রতিফলন দেখা গেল । পোস্টাল ব্যালট রাজ্য সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পুরো ভোটটা BJP-তে চলে যাওয়ায় এক লাফে বেড়েছে BJP-র ভোট সংখ্যা । উল্লেখ্য, DA-র কথা বলা হলে বহুবার চটেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । অসংলগ্ন কিছু কথাও বলেছিলেন । এমন কী, "ঘেউ ঘেউ করবেন না" বলেও কটাক্ষ করেছিলেন সরকারি কর্মীদের । ভোট বাক্সে তারই প্রতিফলন ঘটল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।
এক নজরে দেখে নিন কয়েকটি কেন্দ্রে পোস্টাল ব্যালটে প্রাপ্ত মোট ভোটসংখ্যা :
কেন্দ্র
আলিপুরদুয়ার
BJP- 3016
তৃণমূল কংগ্রেস- 930
RSP- 151
কংগ্রেস -148
আরামবাগ
তৃণমূল কংগ্রেস - 316
কংগ্রেস- 34
BJP- 1032
CPI(M)- 147
আসানসোল
CPI(M)-55
BJP- 651
কংগ্রেস -19
তৃণমূল কংগ্রেস- 157
বহরমপুর
কংগ্রেস- 1526
তৃণমূল কংগ্রেস- 524
RSP- 20
BJP- 1807
বালুরঘাট
তৃণমূল কংগ্রেস- 561
কংগ্রেস- 85
RSP-73
BJP- 1740
বনগাঁ
CPI(M)- 126
তৃণমূল কংগ্রেস- 646
BJP- 2385
কংগ্রেস-66
বাঁকুড়া
CPI(M)- 268
তৃণমূল কংগ্রেস- 864
BJP- 3117
বারাসত
তৃণমূল কংগ্রেস- 625
BJP- 1180
কংগ্রেস-41
ফরওয়ার্ড ব্লক - 251
বর্ধমান-দুর্গাপুর
BJP-926
CPI(M)-226
তৃণমূল কংগ্রেস- 326
কংগ্রেস- 35
বর্ধমান পূর্ব
CPI(M)- 152
BJP- 825
কংগ্রেস- 46
তৃণমূল কংগ্রেস-344
ব্যারাকপুর
BJP- 1504
CPI(M)- 102
তৃণমূল কংগ্রেস- 267
কংগ্রেস- 32
বসিরহাট
কংগ্রেস- 46
তৃণমূল কংগ্রেস- 158
CPI- 38
BJP- 604
বীরভূম
কংগ্রেস- 95
CPI (M)- 90
BJP- 1438
তৃণমূল কংগ্রেস- 651
বিষ্ণুপুর
কংগ্রেস 72
CPI(M) 117
BJP 2115
তৃণমূল কংগ্রেস 412
বোলপুর
কংগ্রেস 107
তৃণমূল কংগ্রেস 730
BJP 1324
CPIM 133
কোচবিহার
তৃণমূল কংগ্রেস 1024
ফরোয়ার্ড ব্লক 162
BJP 2960
কংগ্রেস 128
দার্জিলিং
তৃণমূল কংগ্রেস 831
BJP 5410
কংগ্রেস 442
CPI(M) 78
ডায়মন্ড হারবার
তৃণমূল কংগ্রেস 402
BJP 486
CPI(M) 108
কংগ্রেস 9
দমদম
CPI(M) 341
BJP 790
তৃণমূল কংগ্রেস 355
কংগ্রেস 31
কেন্দ্র ঘাটাল
তৃণমূল কংগ্রেস 552
কংগ্রেস 46
CPI 117
BJP 1463
হুগলি
কংগ্রেস 45
CPI(M) 259
তৃণমূল কংগ্রেস 604
BJP 1417
হাওড়া
তৃণমূল কংগ্রেস 212
বিজেপি 560