পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্নিকার্স পরে যাদবপুরে দৌড়ানোর জন্য তৈরি : মিমি - Mamata Banerjee

শক্ত যাদবপুরে স্নিকার্স পড়ে ভোট ময়দানে মিমি

মিমি চক্রবর্তী

By

Published : Mar 14, 2019, 3:28 PM IST

কলকাতা, ১৪ মার্চ : মঞ্চটা একেবারেই নতুন। বিশেষত যাদবপুর কেন্দ্রের মতো শক্ত গাঁটে লড়তে হবে তাঁকে। তাই প্রার্থী তালিকা ঘোষণার পরই অচেনা ময়দানে নেমে পড়েছেন মিমি চক্রবর্তী। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, যাদবপুরই এবার তৃণমূল কংগ্রেসের সবচেয়ে দুর্বল জায়গা। তাই চ্যালেঞ্জটা আরও বেশি। তবে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী মিমি। তাঁর কথায়, "আমি একজন সৈনিক। মাঠে নেমে পড়েছি। স্নিকার্স পরে আমি দৌড়ানোর জন্য তৈরি রয়েছি। একটা জিনিস শুধু জানি মানুষের জন্য খাটতে হবে।"

গতকাল লোকসভায় দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন মিমি। বৈঠক শেষে রাজনীতির ময়দানে আনকোরা মিমির বক্তব্য, অভিনেত্রী হওয়ার দরুণ মানুষের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। তাঁর কথায়, "আমি একটা জিনিস জানি, মানুষের জন্য খাটতে হবে। এতদিন মানুষকে বিনোদন দিয়েছি। অভিনেতাদের মানুষের কাছেই যেতে হয়। আগেও প্রচারে গেছি। সামনা-সামনি মানুষের কথা শুনতে সবসময় ভালো লাগে। আর এখন কাজ করার জন্য মানুষের কাছে যাব। দিদির জন্য। আমার তৃণমূলের জন্য। আমি অত্যন্ত উত্তেজিত।"

পাশাপাশি মিমির আশা, মানুষ তাঁর পাশে থাকবে। ফ্যানদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা আমাকে আগলে রেখেছ। তোমরা ভালো বেসেছ। আগামীদিনেও আমাকে আগলে রাখো। তাহলে আমি মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারব।"

ABOUT THE AUTHOR

...view details