পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্ঘটনার তিনদিন পর সজল কাঞ্জিলালের বাড়িতে মেট্রো আধিকারিকরা, ক্ষতিপূরণের দাবি পরিবারের

সজল কাঞ্জিলালের বাড়ি গেলেন মেট্রো রেলের আধিকারিকরা ৷ কথা বলেন সজলবাবুর পরিবারের সদস্যদের সঙ্গে ৷

দুর্ঘটনার তিনদিন পর সজল কাঞ্জিলালের বাড়িতে মেট্রো আধিকারিকরা, ক্ষতিপূরণের দাবি পরিবারের

By

Published : Jul 17, 2019, 3:06 AM IST

Updated : Jul 17, 2019, 4:48 AM IST

কলকাতা, 17 জুলাই : দুর্ঘটনার তিনদিন পর মৃত সজল কাঞ্জিলালের বাড়ি গেলেন মেট্রো রেলের আধিকারিকরা ৷ মেট্রোর প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন আধিকারিক গতকাল দুপুরে সজলবাবুর বাড়ি যান ৷ সেখানে তাঁরা 15-20 মিনিটের মতো ছিলেন ৷ কথা বলেন সজলবাবুর পরিবারের সদস্য়দের সঙ্গে ৷

মেট্রো আধিকারিকদের সামনে ক্ষোভ উগরে দেন মৃতের পরিবারের সদস্যরা । মেট্রোর আধিকারিকদের কাছে তাঁরা জানতে চান, কিছু আটকে গেলে মেট্রোর রেকের দরজা খুলে যাওয়ার কথা । তাহলে সজলবাবুর হাত আটকে যাওয়ার পর দরজা কেন খুলল না ? ক্ষতিপূরণেরও দাবি জানানো হয় ।

এর আগে সজলবাবুর শেষকৃত্য়ের দিন আসবেন বলেও মেট্রো আধিকারিকরা আসেননি বলে অভিযোগ করেন আত্মীয় সুব্রত কুমার দাস ৷ তিনি বলেন, "যে দিন শেষকৃত্য় সম্পন্ন হয় সেদিন মেট্রো আধিকারিকরা আসবেন বলায় আমরা 20 মিনিট মৃতদেহ নিয়ে অপেক্ষা করছিলাম । কিন্তু যে কোনও কারণেই হোক তাঁরা আসতে পারেননি। তাই আমাদের মনে হয় এখন তাঁদের আসাটা শুধুমাত্র ড্য়ামেজ কন্ট্রোল ।"

সজলবাবুর ভাই রাজকুমার মুখোপাধ্যায় বলেন, "তাঁরা যখন আসেন আমি দাদার পারলৌকিক ক্রিয়ার পুজোতে বসেছিলাম । দাদার দুর্ঘটনাটি কলকাতা মেট্রোয় বিরলতম ৷ এই ধরনের ঘটনা যেন আগামীদিনে আর না ঘটে । আমার দাদার মতো সেভাবে যেন আর কোনও মেট্রো যাত্রীর প্রাণ না যায় ।"

এদিকে ক্ষতিপূরণের বিষয়ে গতকালও কিছু বলতে চাননি মেট্রো কর্তৃপক্ষ ৷ তাঁরা জানান, তদন্ত শেষ হলে এই বিষয়ে মন্তব্য করতে পারবেন ।

Last Updated : Jul 17, 2019, 4:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details