পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফিরহাদ হাকিমও কোনও দিন মিরজ়াফর হবে : রাহুল সিনহা - Mirzafar

কিছুদিন ধরেই মুকুল রায়ের সঙ্গে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠতা রাজনৈতিক মহলের আলোচনার বিষয় । এনিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন, "সব্যসাচী যা করছে তাতে পরবর্তী প্রজন্ম মিরজ়াফর বলবে ।" পরে ফিরহাদের মন্তব্যের প্রেক্ষিতে রাহুল সিনহা বলেন, "ফিরহাদ হাকিমও কোনও দিন মিরজ়াফর হবে ।"

রাহুল সিনহা

By

Published : Jul 9, 2019, 5:58 AM IST

Updated : Jul 9, 2019, 8:03 AM IST

কলকাতা, 9 জুলাই : "দেখবেন কোনও দিন ফিরহাদ হাকিমও মিরজ়াফর হয়ে যাবে" । গতকাল সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়ে এ মন্তব্য করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

সব্যসাচী দত্ত যা করেছে তাতে পরবর্তী প্রজন্ম তাকে মিরজ়াফর বলবে বলে গতকাল মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারই পালটা এ কথা বলেন রাহুল সিনহা।

এই সংক্রান্ত আরও খবর :সব্যসাচী যা করছে তাতে পরবর্তী প্রজন্ম মিরজ়াফর বলবে : ফিরহাদ

রাহুল বলেন, "বহু লোক যারা তৃণমূল কংগ্রসে ছিল, যারা তৃণমূল কংগ্রেসের স্তম্ভ, তাঁদের অনেকেই এখন অন্য মত পোষণ করছে । তাঁরা মুখে কিছু বলছে না, কারণ তাদের ভয় মুখ খুললে ভুয়ো কেসে জড়িয়ে দেওয়া হবে । তবে এই ভয় কেটে যাবে। ৬ মাস অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গে মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভবনার কথা আমরা আগে বলেছিলাম । সেই সম্ভাবনা আপনারা ৬ মাসের মধ্যে বুঝতে পারবেন । সাধারণ মানুষও বুঝতে পারবে পশ্চিমবঙ্গে মধ্যবর্তী নির্বাচন আসন্ন ।"

ভিডিয়োয় শুনুন রাহুল সিনহার বক্তব্য

রাহুল দাবি করেন, তৃণমূল কংগ্রেস যে দ্রুত ভাঙছে এটা একদম নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের থেকে অনেক নেতা বেরিয়ে আসছে । এটা আগামী দিনে আরও বাড়বে। ভাঙন আরও জোরদার হবে ।

গতকাল তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে তলব করেছিল ED । এই প্রসঙ্গে রাহুল বলেন, " যারা সারদা-নারদার টাকা খেয়েছে এখন তাদের খোঁজ পড়েছে । তাদের ডাকাডাকি চলবে । আর যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের যেখানে পাঠানোর প্রয়োজন সেখানে পাঠানো হবে। যা করার সেটা CBI করছে ।"

Last Updated : Jul 9, 2019, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details