পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপহরণ ও ডাকাতির মাস্টারমাইন্ড এক কনস্টেবল ? জটিল হচ্ছে রহস্য - constable

গ্রেপ্তার হওয়া পুলিশ অফিসারকে জেরা করে পাওয়া গেছে নতুন তথ্য । অপহরণ এবং ডাকাতিতে জড়িয়েছিল আরও এক পুলিশকর্মী । সে কলকাতা পুলিশের কনস্টেবল ।

ছবি সৌজন্যে ফেসবুক

By

Published : Jul 12, 2019, 5:29 AM IST

কলকাতা, 12 জুলাই: রহস্য ক্রমশ জটিল হচ্ছে । যে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেরা করে পাওয়া গেছে নতুন তথ্য । অপহরণ এবং ডাকাতিতে জড়িয়েছিল আরও এক পুলিশকর্মী । সে কলকাতা পুলিশের কনস্টেবল । তার নাম প্রকাশ্যে আনা হয়নি । পুলিশ তাকে খুঁজছে । পুলিশ তদন্তে জেনেছে, ওই কনস্টেবলই অপহরণ এবং ডাকাতির মাস্টারমাইন্ড ।

ঘটনা ৪ জুলাইয়ের। নদিয়ার অলঙ্কার ব্যবসায়ী বাবলু নাথ লাখখানেক টাকা আর গয়না নিয়ে ব্যবসার কাজে বউবাজার এসেছিলেন । বাবলুবাবুর অভিযোগ, বউবাজারে হঠাৎ তার পথ আটকে দাঁড়ায় একটি টাকা সুমো। বলা হয় পুলিশের রেড । বাবলুবাবুকে গাড়িতে উঠতে নির্দেশ দেওয়া হয় । ভয় পেয়ে তিনি গাড়িতে ওঠেন । বাবুলবাবু জানিয়েছেন, টাকা ও গয়না কেড়ে নিয়ে তাঁকে এয়ারপোর্ট চত্বরে ছেড়ে দেওয়া হয় । তারপর তিনি মুচিপাড়া থানা এলাকায় যান । পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানান।

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। CCTV ক্যামেরার ফুটেজ দেখে প্রথমেই পাকড়াও করা হয় গাড়ির চালক নেপাল ধরকে । তাকে জেরা করে জানা যায়, গাড়িটি ভাড়া করেছিল কলকাতা পুলিশের ASI আশিস চন্দ্র । তার সঙ্গে ছিল বাদল সরকার সহ তিনজন । পুলিশ বাদল, নেপাল এবং আশিসকে গ্রেপ্তার করে মঙ্গলবার রাতেই । এখন তারা পুলিশ হেপাজতে । গোটা ঘটনার তদন্তে মুচিপাড়া থানাকে সাহায্য করে লালবাজারের গোয়েন্দা বিভাগ।

ABOUT THE AUTHOR

...view details