পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বামীর চিকিৎসার ব্যবস্থা হবে, প্রতারকের খপ্পরে পড়ে ২ লাখ খোয়ালেন মহিলা - SSKM

স্বামীর চিকিৎসা করাতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে ২ লাখ টাকা খোয়ালেন মহিলা। তাঁর নাম সবিতা বসু। এই ঘটনায় তিনি পুলিশে অভিযোগ করেছেন।

ছবিটি প্রতীকী

By

Published : Feb 25, 2019, 2:24 AM IST


কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : স্বামীর চিকিৎসা করাতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে ২ লাখ টাকা খোয়ালেন মহিলা। তাঁর নাম সবিতা বসু। এই ঘটনায় তিনি পুলিশে অভিযোগ করেছেন। সবিতার অভিযোগ, স্বামীকে হাসপাতালে ভরতি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে বিশ্বরূপ ঘোষ নামে এক ব্যক্তি প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পল্লিশ্রীর বাসিন্দা সবিতা স্বামীর চিকিৎসার জন্য টাকা জমিয়েছিলেন। SSKM-এ স্বামীর চিকিৎসা করাতে চেয়েছিলেন তিনি। কিন্তু, দু-একবার যাতায়াত করে বুঝেছিলেন SSKM-এ বেড পাওয়া সময় সাপেক্ষ। সেই সময় মুশকিল আসান হিসেবে উপস্থিত হয় বিশ্বরূপ। সে সম্পর্কে সবিতার আত্মীয়। বিশ্বরূপ তাঁকে আশ্বাস দেয় SSKM-এ স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে দেবে। সেই আশ্বাস দিয়ে সে ২ লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।

বিশ্বরূপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন সবিতা। তিনি তাঁর অভিযোগপত্রের সঙ্গে জমা দিয়েছেন কিছু কাগজপত্রও। সবিতার দাবি, হাসপাতালে ভরতি করার জন্য সেই কাগজগুলি তাঁকে বিশ্বরূপ দিয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সেই কাগজগুলি জাল। কাগজে রাজ্য সরকারের সিলও নকল করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details