কলকাতা, ৭ মার্চ : লেকটাউন এলাকার এক যুবতির ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেপ্তার করা হল এক যুবককে। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেপ্তার করে শশী কুমার পান্ডে নামে বর্ধমানের ওই বাসিন্দাকে। শশীর বিরুদ্ধে অভিযোগ, জোর করে যুবতিকে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হবার জন্য চাপ দেয় সে। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
যুবতির ছবি বিকৃত করে ফেসবুকে, গ্রেপ্তার যুবক - kolkata
লেকটাউন এলাকার এক যুবতির ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেপ্তার করা হল এক যুবককে। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেপ্তার করে শশী কুমার পান্ডে নামে বর্ধমানের ওই বাসিন্দাকে।
জানা গেছে, যুবতিকে শশী তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু যুবতি তাতে রাজি ছিল না। যুবতি অরাজি হওয়ায় তাঁর ফেসবুক প্রোফাইল থেকে ছবি ডাউনলোড করে সেগুলি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় শশী। অভিযোগকারিণী বিষয়টি জানতে পারলে শশীকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেন। কিন্তু এরপরও সে অন্য একটি প্রোফাইল থেকে তাঁর উপর নজর রাখত। এমন কী তাঁর সঙ্গে যোগাযোগ করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। অগত্যা লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতি।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গতকাল ওই যুবককে বর্ধমান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে লেকটাউন থানার বাসিন্দা ওই যুবতির সঙ্গে আলাপ হয় বর্ধমানের বাসিন্দা শশী কুমার পান্ডের। ফেসবুকে দু'জনের বন্ধুত্ব হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ডি, ৪৬৯, ৪৭১, ৫০০, ৫০৭ ও ৫০৯ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।