পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজো রোজগারের জায়গা নয়, জেলা পরিষদের বৈঠকে বললেন মমতা - জেলা পরিষদ

কাটমানি বিক্ষোভে রাজ্যরাজনীতি উত্তাল হওয়ার পর সকলেই মুখিয়ে ছিলেন জেলা পরিষদ সদস্যদের মুখ্যমন্ত্রী কী বলেন, তা জানতে চেয়ে

পুজো রোজগারের জায়গা নয়, জেলা পরিষদের বৈঠকে বললেন মমতা

By

Published : Jul 22, 2019, 2:37 PM IST

কলকাতা, 22 জুলাই :আজ নবান্ন সভাঘরে জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সব জেলার সভাধিপতি, কর্মাধ্যক্ষদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষদের বৈঠকে সেতু নির্মাণ থেকে পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধি, পুজো কমিটির কর, পুজো নিয়ে সামাজিক রীতি সংক্রান্ত সব বিষয়গুলিই উঠে এসেছে ৷ তৃণমূলস্তরে উন্নয়ন কেমন হবে, তা জেলা পরিষদ সদস্যদের বোঝানোর জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল, জানিয়েছে সূত্র ৷ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিবও ৷

কাটমানি বিক্ষোভে রাজ্যরাজনীতি উত্তাল হওয়ার পর সকলেই মুখিয়ে ছিলেন জেলা পরিষদ সদস্যদের মুখ্যমন্ত্রী কী বলেন, তা জানতে চেয়ে ৷ কারণ রাজ্যজুড়ে বেশ কিছু পঞ্চায়েতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ চলছে ৷ বিরোধীদের কটাক্ষও অব্যাহত ৷

মমতা বৈঠকে যা বললেন...

  • নতুন ব্রিজ হলে PWD বানাবে
  • সপ্তাহে একটা দিন ২ ঘণ্টা করে জনগণের জন্য বরাদ্দ রাখবে জেলাপরিষদ ৷
  • পুজোগুলোর কেন আয়কর ছাড় থাকবে না?
  • পুজোটা রোজগারের জায়গা নয়
  • পুজো নিয়ে সরকারের ''সোশাল কমপালসন'' আছে
  • পুজো কমিটির থেকে আয়কর নেওয়া ঠিক হচ্ছে না
  • পুজোতে অনেক লোকের কর্মসংস্থান হয়

ABOUT THE AUTHOR

...view details