কলকাতা, 25 এপ্রিল: হাওড়া কোর্ট চত্বরের ঘটনার প্রতিবাদে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা আদালতে কর্মবিরতির ডাক দিল বার কাউন্সিল অফ ওয়েস্টবেঙ্গল । কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন, "সমস্ত দোষী পুলিশ আধিকারিকদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । সোমবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে, ওইদিন বিকাল 4টে 30 নাগাদ আবার মিটিং ডেকে পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব ।" সেইসঙ্গে আহত আইনজীবীদের আর্থিক সাহায্যের আশ্বাসও দেন তিনি ।
আগামীকাল হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন বার কাউন্সিলের প্রতিনিধিরা । সেখান থেকে হাওড়া কোর্টে যাওয়া হবে বিচারকের সাথে দেখা করতে । প্রয়োজনে তাঁরা SP-র সাথেও দেখা করতে পারেন । তাঁদের দাবি, যাঁরা এই ঘটনায় মদত দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ।
গতকাল ঠিক কী ঘটেছিল?
হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরির সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় বলেন, "গতকাল একজন আইনজীবী গাড়ি পার্কিং করছিলেন । যার ফলে সেইসময় হাওড়া পৌরনিগমের একটা গাড়ি ঢুকতে পারছিল না ওই চত্বরে । এই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় । সেইসময় আরও একজন আইনজীবী (প্রতিবন্ধী) আসছিলেন । তিনি সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বলেন । কিন্ত ওখানে যে নিরাপত্তা রক্ষী ছিল তাঁর সঙ্গে আরও এক যুবক যুক্ত হয়ে গালিগালাজ করতে শুরু করে । ওই প্রতিবন্ধী আইনজীবীকে মাটিতে ফেলে তাঁর উপর অকথ্য অত্যাচার করে । তখন ওখানে অন্য আইনজীবীরাও জড়ো হন । সেই সময় ওই যুবক পালিয়ে যায়। পরে আরও লোকজন ডেকে আনে সে । পাশে ভাঙা একটা বাড়ি ছিল সেখান থেকে ইট তুলে নিয়ে কোর্টের ভিতরে ঢুকে ছুড়তে থাকে । এই ঘটনার প্রতিবাদে পরে যখন আইনজীবীরা শান্তিপূর্ণ মিছিল করছিল সেই সময় পুলিশ আইনজীবীদের নির্বিচারে প্রহার করে । মহিলা আইনজীবীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। "
হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি অবস্থিত । পৌরনিগম কর্মীদের একাংশের অভিযোগ, পৌরনিগম চত্বরে আইনজীবীরা নিজেদের গাড়ি পার্ক করেন । এর ফলে, তাঁরা গাড়ি পার্ক করতে পারেন না । তা নিয়ে দু'পক্ষের মধ্যে গতকাল বচসা বাধে । ক্রমশ তা হাতাহাতিতে গড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পৌরকর্মী ও আইনজীবীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । আক্রান্ত হন আইনজীবীদের একাংশ ।
এরপরই আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে আজ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল । এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের তরফেও আজ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল ।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন আদালতের আজকের ছবি :
হাওড়া :হাওড়া কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে । ফলে কোর্টে এসে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে । আজ মেদিনীপুরের এগরা থেকে হাওড়া কোর্টে এসেছিলেন কৃষ্ণপদ খাঁ নামে এক ব্যক্তি । তিনি এসেছিলেন জরুরি কাগজ করাতে । কিন্তু কোর্ট বন্ধ থাকায় তাঁকে ফিরে যেতে হয় । অন্যদিকে বাড়ি সংক্রান্ত মামলার কাজে কোর্টে এসেছিলেন হাওড়ারই এক স্থানীয় বাসিন্দা । কিন্তু কোর্ট বন্ধ থাকায় তাঁকেও সমস্যার মুখে পড়তে হয় । তিনি বলেন, "দু'পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত ছিল ।"
অন্যদিকে, আজকেই বার কাউন্সিলের সভা ডাকা হয়েছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য । বার কাউন্সিলের সভাপতি সমীর বসু রায়চৌধুরি জানান, তাঁদের দাবি না মেটা পর্যন্ত তাঁদের এই কর্মবিরতি চলবে । তাঁদের স্পষ্ট দাবি, যে সমস্ত পৌর-কর্মীরা কালকের ঘটনায় যুক্ত ছিলেন তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । পাশাপাশি ADCP ভাবনা গুপ্তাকে ক্ষমা চাইতে হবে।
উলুবেড়িয়া :একই ছবি উলুবেড়িয়া মহকুমা আদালতেও । সেখানে আজ প্রতিবাদ প্রদর্শন করা হয় । একটি ধিক্কার মিছিলও করা হয় উলুবেড়িয়া আদালতের আইনজীবীদের তরফে ।
জলপাইগুড়ি :হাওড়ার ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি জেলা আদালতের পাশাপাশি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীরাও আজ কর্মবিরতি পালন করেন । জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকৃষ্ণ ব্যানার্জি বলেন, "গতকাল হাওড়াতে পুলিশের মারধরের ঘটনায় আমরা রাজ্যজুড়ে আজ প্রতিবাদ করছি । তাই জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেও কর্মবিরতি পালন করা হচ্ছে ।"
গঙ্গারামপুর (দক্ষিণ দিনাজপুর) :আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করে বার অ্যাসোসিয়েশন । এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী রাখি বোস জানান, গতকাল হাওড়া আদালতের মহিলা আইনজীবী সহ অন্য আইনজীবীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে । তাই তাঁদের পাশে দাঁড়াতেই আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ।
কল্যাণী (নদিয়া):আজ কল্যাণী আদালতের সামনে আইনজীবীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন । থানার মোড়ে রাস্তায় প্রায় এক ঘণ্টা ধরে চলে তাঁদের এই অবরোধ ।
কালনা (পূর্ব বর্ধমান ) : হাওড়ায় আইনজীবীদের উপর পৌরনিগমের কর্মীদের চড়াও হওয়ার ঘটনার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় । আজ কালনার আইনজীবীরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হোন । কালনা মহকুমা আদালতে কর্মবিরতি, মিছিল, পথসভা ছিল সেই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ । আইনজীবীদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কালনা ল- ক্লার্ক ইউনিয়নের কর্মীরাও।
এই বিষয়ে কালনা বার অ্যাসোসিয়েশনের সদস্য ও আইনজীবী পার্থসারথি কর বলেন, "হাওড়ার এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় । আর তারপরই RAF ও কমব্যাট ফোর্স নামিয়ে এক তরফা ভাবে আইনজীবীদের উপর লাঠি ও টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ করা হয় । তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি । দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি যতক্ষণ না হচ্ছে আমরা আইনজীবীরা এই কর্মবিরতি চালিয়ে যাব ।"