কলকাতা, ৪ ফেব্রুয়ারি : CBI ও কলকাতা পুলিশ মুখোমুখি সংঘাতে নামল। প্রতারণার মামলায় CBI-র যুগ্ম অধিকর্তা (কলকাতা জ়োন) পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। ভবানীপুর থানার তরফে আজ দুপুরে নোটিশটি পাঠানো হয়। নিজাম প্যালেসে সেই নোটিশ দিয়ে আসে ভবানীপুর থানার দু'জন পুলিশকর্মী। পঙ্কজ শ্রীবাস্তব নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন। আজ দুপুরে কলকাতা থেকে দিল্লি রওনা দেন তিনি।
এদিকে, আজ মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে মমতা প্রায় হুমকির সুরে CBI ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেছেন, "তোমাদের ৩৫৫, ৩৫৬ থাকলে, আমাদেরও ৪২০ আছে।" প্রসঙ্গত, CRPC-র ৪২০ ধারায় প্রতারণার বিষয়টিই বলা আছে।
গতকাল পঙ্কজ শ্রীবাস্তব বলেন, "প্রয়োজনীয় নথি নিয়ে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গিয়েছিল CBI। কিন্তু সেখানে তদন্তকারী দলকে যেভাবে পুলিশ বাধা দিয়েছে, তা নজিরবিহীন। এজন্য আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। রাজীব কুমারকে গত দু'বছরে বারবার ডাকা হয়েছে। কিন্তু তিনি CBI-এর ডাকে সাড়া দেননি। গতকাল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার পরেও বাধা পেল CBI। কিন্তু তদন্ত প্রক্রিয়া থামবে না।"